হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গোৎসব। এই উৎসবে দরিদ্ররাও যাতে তাদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন সে জন্য উপহার হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় ২শ ৭০টি পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছে পৌর জামায়াত।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা কেদ্রীয় মন্দির প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার বিতরণ করা হয়।
পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সজিবের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন: জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, পৌর আমীর অধ্যক্ষ মো. একরামুল হক এবং উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি জিতেন সরকার।
বাংলাদেশ সম্প্রীতির দেশ উল্লেখ করে জামায়াত নেতারা বলেন, হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো শারদোৎসব। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ আমরা সবাই মিলেমিশে বসবাস করছি। আমাদের সবার মাঝে কোনো ভেদাভেদ নেই। আমরা সৌহার্দ্য বজায় রেখে আপনাদের দাওয়াতে যাই। আপনারাও আামাদের দাওয়াতে আসেন। আনন্দের সময় আমরা একাকার হয়ে যাই। এটাই আমাদের সম্প্রীতি, এটাই আমাদের ভালোবাসা।
শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে পৌর আমীর অধ্যক্ষ একরামুল হক বলেন, আজ থেকে আপনাদের পুজা শুরু হচ্ছে। আমাদের মাঝে যেমন ধনী-গরিব মানুষ রয়েছে, তেমন ধনী-গরিব মানুষ আপনাদের মাঝেও আছে। এই উৎসবে অনেকেই ভালো খাবার খাবে, ভালো ভালো পোশাক পরিধান করবে।
আবার কেউ বা মিষ্টিমুখ করবে এমন সামর্থ্যও নেই। এমনটি সব ধর্মেই আছে। এটা বিধাতার বিষয়। আবার সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা পোশাক তো দূরের কথা এই উৎসবে মিষ্টিমুখ করবে তারও সামর্থ নেই। তারাও যাতে উৎসবে আনন্দ করতে পারে সে জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা সামান্যকিছু উপহার নিয়ে এসেছি। তিনি আরো বলেন, আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রথম দুইবারের নির্বাচিত সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলা জামায়াত আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু।
উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি জিতেন সরকার বলেন, সুন্দরগঞ্জে জামায়াত সব সময় পাশে ছিল, এখনো আছে। ভবিষ্যতেও যাতে তাদের পাশে পাই এই প্রত্যাশা আমাদের।
শেষে পৌরসভায় বসবাসরত ২শ ৭০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় এক কেজি চিনিগুড়া চাল, দুটি নারিকেল এবং দুটি গুড়-মুঠাসহ চিড়া ও মুড়ি।