ফাইনালে দারুণ শুরু পেয়েছিল পাকিস্তান। কিন্তু শেষটায় ছন্দটা ধরে রখাতে পারল না। সেই সুযোগটা কাজে লাগাল ভারত। দুর্দান্ত কামব্যাকে পাকিস্তানকে ১৪৬ রানে আটকাল তারা।
এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৮৪ রানের সংগ্রহ এনে দেন শাহিবজাদা ফারহান ও ফখর জামান। যার মূল কৃতিত্ব ফারহানের। ১৫০.০০ স্ট্রাইক রেটে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
টুর্নামেন্টের দ্বিতীয় ফিফটির ইনিংসটি সাজান ৫ চার ও ৩ ছক্কায়।
ফারহানের আউটের পরেই ম্যাচের দৃশ্যপট যায় পাল্টে। ভারতের তিন স্পিনার বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব পাকিস্তানের ব্যাটিং অর্ডার দেন ধসিয়ে। ২২ রানের ব্যবধানে একটা সময় ৭ উইকেট হারিয়ে বসে তারা।
যার মধ্যে ৪টিই নেন চায়নাম্যান কুলদীপ।
এমন বালির বাঁধের মতো ভেঙে পড়া পাকিস্তান শেষ পর্যন্ত ১৪৬ রানের সংগ্রহ পেয়েছে। অথচ ১২ ওভার শেষে ১ উইকেটে ১০৭ রান করেছিল তারা। অলআউট হওয়ার আগে শেষ ৪৩ বলে মাত্র ৩৯ রান করতে পেরেছে পাকিস্তান। মোট রানের ১০৩ রান এসেছে দুই ওপেনারের কাছ থেকে।
শাহিবজাদার ৫৭ রানের বিপরীতে ৪৬ রান করেছেন ফখর। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরাহ অক্ষর ও বরুণ।