শরীয়তপুর জেলা কিশোরকণ্ঠ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ এর রেজিস্ট্রেশন চলছে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। এই উদ্দেশ্যে সারা শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পোস্টারিং করা হয়েছে। আসন্ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর ২০২৫ তারিখে।
কিন্তু সম্প্রতি ফাউন্ডেশনের অভিযোগ, তাদের লাগানো পোস্টারের উপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি কে এম সাখাওয়াত হোসাইন এর নির্বাচন সংক্রান্ত পোস্টার লাগানো হয়েছে। পাশাপাশি মজিদ জরিনা ফাউন্ডেশনের মাদ্রাসার প্রচারমূলক বিলবোর্ডও কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের পোস্টারের উপর টানানো হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “আমরা খুবই মর্মাহত। পোস্টারিংয়ের ন্যূনতম এতটুকু কমনসেন্স না রাখতে পারলে খুব দ্রুতই আপনাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে।”
এমন গৃহিত কাজ সুন্দর আয়োজন বাস্তবায়নে ব্যাঘাত ঘটায়, সংশ্লিষ্ট কতৃপক্ষের এই গৃহিত কাজের তীব্র নিন্দা জানিয়েছেন কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার সংশ্লিষ্ট পরিচালক রাসেল মাহমুদ এবং ব্যবস্থাপক নাজমুল হাসান।