নারী বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। তবে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় ১ রানের রুদ্ধশ্বাস জয় পায় বাংলার মেয়েরা। শ্রীলঙ্কাকে ১ রানে হারায় তারা।
শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র ১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ফারজানা। শুরুর চাপ সামলে দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন রুবিয়া হায়দার ও শারমিন আক্তার। ওপেনার রুবিয়া ৫২ বলে ৩৩ রান করে বিদায় নিলেও দারুণ ব্যাটিংয়ে শারমিন হাঁকান অর্ধশতক।
১০১ বলে সাতটি চারে ৭১ রান করে আউট হন শারমিন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ৩০ বলে ২০ রান। সুমাইয়া আক্তারের ব্যাট থেকে আসে ৪২ বলে ৩৮ রান। ফাহিমা খাতুন করেন অপরাজিত ২৬ রান। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৪২ রান।
রান তাড়া করতে নেমে লঙ্কানদের টপ অর্ডার ব্যাটাররা এদিন খুব বেশি ভালো করতে পারেনি। ৮৬ রানের ভেতর চার উইকেট হারিয়ে ফেলে তারা। তবে তারপর বড় জুটি পায় স্বাগতিকরা। ৯৮ রানের ওই জুটি ভাঙে কাভিশা দিলহারি হিট আউট হলে।
একপ্রান্ত আগলে রেখে ৭৫ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন নিলাকশিখা সিলভা। ৪৯তম ওভারে নাহিদা আক্তার তাকে প্যাভিলিয়নে ফেরালে ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল শ্রীলঙ্কার। ওই ওভারে দুই উইকেট হারিয়ে শেষ বলে অলআউট হলে শ্রীলঙ্কার ইনিংস থামে ২৪১ রানে। ফলে ১ রানের রুদ্ধশ্বাস জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ২৮ রান খরচ করে তিনটি উইকেট নেন নাহিদা।