ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের Logo সাভারে বাড়ি ফেরার পথে ধ’র্ষ’ণে’র শিকার তরুণী, থানায় মামলা Logo ‘কুরআন প্রশিক্ষণ প্রোগামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না’ Logo নোয়াখালীতে ছাত্রশিবিরের উপর যুবদলের হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ Logo শিক্ষকদের দাবি না মানলে খুনি হাসিনার চেয়ে পরিণতি আরও বেশি খারাপ হবে: ডাকসু ভিপি Logo জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি ঘোষণা Logo শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিইউপি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Logo সয়দাবাদ রেলস্টেশন এলাকার রেলের মাটি বিক্রি করছেন বিএনপি নেতা Logo পিআর আন্দোলনকে জামায়াতের একটি রাজনৈতিক প্রতারণা বলছেন নাহিদ ইসলাম Logo ছাত্রলীগের নামে রুম দখলে নেওয়া সেই পিয়াল এখন ছাত্রদলের দপ্তর সম্পাদক

শেষ ওভারের নাটকীয়তায় রুদ্ধশ্বাস জয় পেল বাংলাদেশ

নারী বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। তবে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় ১ রানের রুদ্ধশ্বাস জয় পায় বাংলার মেয়েরা। শ্রীলঙ্কাকে ১ রানে হারায় তারা।

শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র ১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ফারজানা। শুরুর চাপ সামলে দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন রুবিয়া হায়দার ও শারমিন আক্তার। ওপেনার রুবিয়া ৫২ বলে ৩৩ রান করে বিদায় নিলেও দারুণ ব্যাটিংয়ে শারমিন হাঁকান অর্ধশতক।

১০১ বলে সাতটি চারে ৭১ রান করে আউট হন শারমিন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ৩০ বলে ২০ রান। সুমাইয়া আক্তারের ব্যাট থেকে আসে ৪২ বলে ৩৮ রান। ফাহিমা খাতুন করেন অপরাজিত ২৬ রান। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৪২ রান।

রান তাড়া করতে নেমে লঙ্কানদের টপ অর্ডার ব্যাটাররা এদিন খুব বেশি ভালো করতে পারেনি। ৮৬ রানের ভেতর চার উইকেট হারিয়ে ফেলে তারা। তবে তারপর বড় জুটি পায় স্বাগতিকরা। ৯৮ রানের ওই জুটি ভাঙে কাভিশা দিলহারি হিট আউট হলে।

একপ্রান্ত আগলে রেখে ৭৫ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন নিলাকশিখা সিলভা। ৪৯তম ওভারে নাহিদা আক্তার তাকে প্যাভিলিয়নে ফেরালে ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল শ্রীলঙ্কার। ওই ওভারে দুই উইকেট হারিয়ে শেষ বলে অলআউট হলে শ্রীলঙ্কার ইনিংস থামে ২৪১ রানে। ফলে ১ রানের রুদ্ধশ্বাস জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ২৮ রান খরচ করে তিনটি উইকেট নেন নাহিদা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

শেষ ওভারের নাটকীয়তায় রুদ্ধশ্বাস জয় পেল বাংলাদেশ

আপডেট সময় ১০:০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

নারী বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। তবে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় ১ রানের রুদ্ধশ্বাস জয় পায় বাংলার মেয়েরা। শ্রীলঙ্কাকে ১ রানে হারায় তারা।

শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র ১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ফারজানা। শুরুর চাপ সামলে দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন রুবিয়া হায়দার ও শারমিন আক্তার। ওপেনার রুবিয়া ৫২ বলে ৩৩ রান করে বিদায় নিলেও দারুণ ব্যাটিংয়ে শারমিন হাঁকান অর্ধশতক।

১০১ বলে সাতটি চারে ৭১ রান করে আউট হন শারমিন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ৩০ বলে ২০ রান। সুমাইয়া আক্তারের ব্যাট থেকে আসে ৪২ বলে ৩৮ রান। ফাহিমা খাতুন করেন অপরাজিত ২৬ রান। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৪২ রান।

রান তাড়া করতে নেমে লঙ্কানদের টপ অর্ডার ব্যাটাররা এদিন খুব বেশি ভালো করতে পারেনি। ৮৬ রানের ভেতর চার উইকেট হারিয়ে ফেলে তারা। তবে তারপর বড় জুটি পায় স্বাগতিকরা। ৯৮ রানের ওই জুটি ভাঙে কাভিশা দিলহারি হিট আউট হলে।

একপ্রান্ত আগলে রেখে ৭৫ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন নিলাকশিখা সিলভা। ৪৯তম ওভারে নাহিদা আক্তার তাকে প্যাভিলিয়নে ফেরালে ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল শ্রীলঙ্কার। ওই ওভারে দুই উইকেট হারিয়ে শেষ বলে অলআউট হলে শ্রীলঙ্কার ইনিংস থামে ২৪১ রানে। ফলে ১ রানের রুদ্ধশ্বাস জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ২৮ রান খরচ করে তিনটি উইকেট নেন নাহিদা।