ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গুলি করে ছিনিয়ে নেওয়া হলো মেসির স্ত্রীর ২৪ লাখ টাকা

আর্জেন্টিনার রোজারিওতে পারিবারিক সুপারমার্কেট রয়েছে লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর। গত মঙ্গলবার সকালে এই সুপারমার্কেট থেকে কিছু টাকা নিয়ে গাড়িতে করে স্থানীয় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন রোকুজ্জোর কাজিন অগাস্তিনা স্কালিয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সুপারমার্কেটের দুজন কর্মী। রোজারিওর রাস্তায় পেলেগ্রিনি অ্যাভিনিউয়ে দুজন বন্দুকধারী তাঁদের গাড়ি থামিয়ে প্রায় ৮ মিলিয়ন আর্জেন্টাইন পেসো (বাংলাদেশী টাকায় ২৪ লাখ) ডাকাতি করেছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন জানিয়েছে, সুপারমার্কেট থেকে ৪৫ ব্লক দূরে এই ডাকাতির ঘটনা ঘটেছে। সাদা রঙের একটি গাড়িতে করে এসেছিল দুষ্কৃতকারীরা। স্কালিয়াদের গাড়ি থামিয়ে তারা গুলি ছুড়েছে। গুলি গাড়ির কাচ ভেদ করে গেলেও কেউ হতাহত হয়নি। দুষ্কৃতকারীরা দুটি ব্যাগে থাকা টাকা নিয়ে গেছে।

আর্জেন্টিনাসহ পৃথিবীর ১৫টি দেশে প্রকাশিত স্প্যানিশ সাময়িকী হোলা! এ নিয়ে রোজারিওর রেডিও প্যাট্রল কমান্ডের প্রধান ডিয়েগো সান্তামারিয়ার উদ্ধৃতি প্রকাশ করেছে, তারা একটি জানালা ভেঙেছে এবং হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকাসহ দুটি ব্যাগ নিয়ে গেছে।

স্কালিয়ার সঙ্গে গাড়িতে যে দুজন কর্মী ছিলেন, তাঁদের একজন সংবাদমাধ্যমকে বলেছেন, টাকা রাখতে আমরা সুপারমার্কেট থেকে ব্যাংকে যাচ্ছিলাম। ওরা আমাদের জানালা ভেঙে টাকা নিয়ে গেছে। গাড়িতে করে এসেছিল। ঘটনার শুরুতে গুলির শব্দ শুনেছি। গাড়ি থেকে বের হওয়ার পর বুলেটের ছিদ্র দেখেছি।

আর্জেন্টিনার তারকা মেসি এই ঘটনায় এখনো প্রতিক্রিয়া জানাননি। তবে রোকুজ্জোর কাজিন মরিসিও স্কাগলিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করেছেন। সেখানে সহমর্মিতা জানিয়েছেন রোকুজ্জো। স্কাগলিয়া ছবির ক্যাপশনে লিখেছেন, আমরা যে সময়ে বসবাস করছি, সে সময়ের বিবেক দেখুন, চারপাশে কত রকম অবিচার হচ্ছে। ভাগ্য ভালো যে অল্পের ওপর দিয়ে গিয়েছে। সাম্প্রতিক সময়ে এত ভালোবাসা দেখানোর জন্য ধন্যবাদ।

রোকুজ্জো এই পোস্টের মন্তব্যে লিখেছেন, ‘ভাইয়েরা, তোমাদের সবাইকে খুব ভালোবাসি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–ভারত ,বার্সেলোনা,আর্সেনালসহ টিভিতে যা দেখবেন আজ

গুলি করে ছিনিয়ে নেওয়া হলো মেসির স্ত্রীর ২৪ লাখ টাকা

আপডেট সময় ০৩:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

আর্জেন্টিনার রোজারিওতে পারিবারিক সুপারমার্কেট রয়েছে লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর। গত মঙ্গলবার সকালে এই সুপারমার্কেট থেকে কিছু টাকা নিয়ে গাড়িতে করে স্থানীয় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন রোকুজ্জোর কাজিন অগাস্তিনা স্কালিয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সুপারমার্কেটের দুজন কর্মী। রোজারিওর রাস্তায় পেলেগ্রিনি অ্যাভিনিউয়ে দুজন বন্দুকধারী তাঁদের গাড়ি থামিয়ে প্রায় ৮ মিলিয়ন আর্জেন্টাইন পেসো (বাংলাদেশী টাকায় ২৪ লাখ) ডাকাতি করেছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন জানিয়েছে, সুপারমার্কেট থেকে ৪৫ ব্লক দূরে এই ডাকাতির ঘটনা ঘটেছে। সাদা রঙের একটি গাড়িতে করে এসেছিল দুষ্কৃতকারীরা। স্কালিয়াদের গাড়ি থামিয়ে তারা গুলি ছুড়েছে। গুলি গাড়ির কাচ ভেদ করে গেলেও কেউ হতাহত হয়নি। দুষ্কৃতকারীরা দুটি ব্যাগে থাকা টাকা নিয়ে গেছে।

আর্জেন্টিনাসহ পৃথিবীর ১৫টি দেশে প্রকাশিত স্প্যানিশ সাময়িকী হোলা! এ নিয়ে রোজারিওর রেডিও প্যাট্রল কমান্ডের প্রধান ডিয়েগো সান্তামারিয়ার উদ্ধৃতি প্রকাশ করেছে, তারা একটি জানালা ভেঙেছে এবং হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকাসহ দুটি ব্যাগ নিয়ে গেছে।

স্কালিয়ার সঙ্গে গাড়িতে যে দুজন কর্মী ছিলেন, তাঁদের একজন সংবাদমাধ্যমকে বলেছেন, টাকা রাখতে আমরা সুপারমার্কেট থেকে ব্যাংকে যাচ্ছিলাম। ওরা আমাদের জানালা ভেঙে টাকা নিয়ে গেছে। গাড়িতে করে এসেছিল। ঘটনার শুরুতে গুলির শব্দ শুনেছি। গাড়ি থেকে বের হওয়ার পর বুলেটের ছিদ্র দেখেছি।

আর্জেন্টিনার তারকা মেসি এই ঘটনায় এখনো প্রতিক্রিয়া জানাননি। তবে রোকুজ্জোর কাজিন মরিসিও স্কাগলিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করেছেন। সেখানে সহমর্মিতা জানিয়েছেন রোকুজ্জো। স্কাগলিয়া ছবির ক্যাপশনে লিখেছেন, আমরা যে সময়ে বসবাস করছি, সে সময়ের বিবেক দেখুন, চারপাশে কত রকম অবিচার হচ্ছে। ভাগ্য ভালো যে অল্পের ওপর দিয়ে গিয়েছে। সাম্প্রতিক সময়ে এত ভালোবাসা দেখানোর জন্য ধন্যবাদ।

রোকুজ্জো এই পোস্টের মন্তব্যে লিখেছেন, ‘ভাইয়েরা, তোমাদের সবাইকে খুব ভালোবাসি।’