মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ বাবা-ছেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় এখনো লড়াই করছেন দগ্ধ মা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান বশির মিয়া (৫৪)। এর আগে শুক্রবার রাত ৩টার দিকে একই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তার ছেলে রেজোয়ান মিয়া (২১)। বিষয়টি নিশ্চিত করেছেন ভুনভীর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সালেক মিয়া। তিনি জানান, মা ফারজানা আক্তার পারভীন (৩৬) আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে উপজেলার ভুনভীর ইউনিয়নের ইলামপাড়ায় শেভরনের কনডেনসেট পাইপলাইনে দুর্বৃত্তরা অবৈধভাবে ছিদ্র করলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধ বাবা-ছেলের মৃত্যুর খবর পেয়েছি। শেভরন ও প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিলো। নিহতদের পরিবারকে সহযোগিতা করা হবে।