ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৫ দফা দাবিতে নাটোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ফ্যাসিস্টদের বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াত নেতারা। জামায়াতের দাবি–যাদের রক্ত ও জীবনের বিনিময়ে স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে, তাদের হত্যার বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না। দলটির জেলা আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম বলেন যে দল ৪ হাজার চাঁদাবাজ তৈরি করতে পারে সে দল এই দেশের দায়িত্ব নিতে পারো না।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯:৩০টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, ফ্যাসিস্টদের বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন ও সংস্কার ছাড়া দেশে কোনো জাতীয় নির্বাচন সম্ভব নয়। এই দাবিগুলো পূরণ করলেই কেবল নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি হবে।

সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নাটোর শহরের মাদ্রাসা মোড় জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু হয়ে নিচা বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়।

মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর ও নাটোর–২ (সদর–নলডাঙ্গা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি ও নাটোর–৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, নাটোর সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মীর নূরুন্নবী, শহর আমীর মাওঃ রাশেদুল ইসলাম(রাশেদ) প্রমুখ।

নেতারা সরকারের প্রতি আহ্বান জানান, জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করে পাঁচ দফা দাবি পূরণের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব: হিরো আলম

৫ দফা দাবিতে নাটোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

আপডেট সময় ০৫:২১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ফ্যাসিস্টদের বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াত নেতারা। জামায়াতের দাবি–যাদের রক্ত ও জীবনের বিনিময়ে স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে, তাদের হত্যার বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না। দলটির জেলা আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম বলেন যে দল ৪ হাজার চাঁদাবাজ তৈরি করতে পারে সে দল এই দেশের দায়িত্ব নিতে পারো না।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯:৩০টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, ফ্যাসিস্টদের বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন ও সংস্কার ছাড়া দেশে কোনো জাতীয় নির্বাচন সম্ভব নয়। এই দাবিগুলো পূরণ করলেই কেবল নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি হবে।

সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নাটোর শহরের মাদ্রাসা মোড় জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু হয়ে নিচা বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়।

মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর ও নাটোর–২ (সদর–নলডাঙ্গা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি ও নাটোর–৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, নাটোর সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মীর নূরুন্নবী, শহর আমীর মাওঃ রাশেদুল ইসলাম(রাশেদ) প্রমুখ।

নেতারা সরকারের প্রতি আহ্বান জানান, জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করে পাঁচ দফা দাবি পূরণের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য।