বগুড়ায় মাধ্যমিক পরীক্ষায় সিঙ্গেল ডিজিট কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির সরকারি শাহ সুলতান কলেজ শাখা।
বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) শহরের সুজাবাদ উওরপাড়া দাখিল মাদ্রাসায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক আল জাবের হক্কানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেটিনা মেডিকেল মহাপরিচালক নুরুল্লাহ রায়হান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, “যুব সমাজই দেশের আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হলে সঠিক দিকনির্দেশনা প্রয়োজন।” বক্তারা আরও যোগ করেন, “এই কৃতী শিক্ষার্থীরা জাতির গৌরব, তাদের মেধাকে দেশ ও ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এই সম্মাননা তাদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ সুলতান কলেজ শাখা সভাপতি আসাদ মিয়া । এতে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।