এশিয়া কাপের ফাইনালের সমীকরণ এখন একেবারেই সহজ জিততেই হবে বাংলাদেশকে। সুপার ফোরের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় পাকিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। এই ম্যাচে জয় পেলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ। তবে হারলে ফাইনালে জায়গা পাবে পাকিস্তান।
ভারতের কাছে হারের পর বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে। ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, পাকিস্তান ম্যাচে খেলবেন লিটন দাস। ফলে বাদ পড়তে পারেন ফর্মহীন তানজিদ তামিম। দলে জায়গা পেতে পারেন অলরাউন্ডার শেখ মাহেদীও।
এখন পর্যন্ত দুই দলের লড়াইয়ে পাকিস্তানেরই দাপট। টি-টোয়েন্টিতে ২৫ বারের মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে মাত্র ৫টিতে। এশিয়া কাপে ১৫ লড়াইয়ে জিতেছে কেবল ২ ম্যাচ। তবে সাম্প্রতিক পরিসংখ্যান কিছুটা ভিন্ন চিত্র দিচ্ছে। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৮ ম্যাচে সমান ৪টি করে জয় পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে রয়েছে বাংলাদেশের ঘরের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় এবং টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি।
টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনে সরাসরি দেখা যাবে টফি অ্যাপে (অ্যান্ড্রয়েড ও আইওএস)। এছাড়া toffeelive.com ওয়েবসাইট এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস) ব্যবহার করেও উপভোগ করা যাবে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচ। বাংলাদেশের সামনে সুযোগ নিজেদের সাম্প্রতিক ফর্ম ধরে রেখে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপের ফাইনালে ওঠার।