ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তামিমের আহ্বান: ব্যক্তিগত নোংরামি নয়, ক্রিকেটের স্বার্থ আগে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 24

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে বিভাজন ও বিরোধ। এই পরিস্থিতিকে ‘নোংরামি’ আখ্যা দিয়ে বৃহত্তর ক্রিকেটের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়া তামিম এবার সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে তার কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি উঠেছে। সেই অভিযোগের শুনানিতে আজ তাকে হাজির হতে হয় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

যে মাঠে তিনি একসময় ছিলেন ক্রিকেটার, আজ সেখানে উপস্থিত হয়েছেন ক্রিকেট সংগঠক হিসেবে। নির্বাচনের আগে এমন বাস্তবতায় পড়বেন, তা কল্পনাতেও ছিল না বলে জানান তামিম।

তামিমের কাউন্সিলরশিপ অবৈধ দাবি করে বলা হয়েছে, তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। অথচ চলতি বছরের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘোষণা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। চিঠিতে তামিম ওল্ড ডিওএইচএস ক্লাবের কেউ নন বলেও উল্লেখ করা হয়।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তামিম বলেছেন, ‘‘আমার নামে যিনি কমপ্লেইন করছেন, সেই তিনি বিভিন্ন জায়গায় বলে যাচ্ছেন, তিনি অভিযোগ করেন নাই। চিঠিতে উল্লেখ করা আছে যে, ওল্ড ডিওএইচএস-এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওল্ড ডিওএইচএস-এর কমিটিটা খুঁজে বের করে দেখেন আমি আছি কি নাই। আমার এটা লজ্জা লাগতেছে যে আজকে আমার এই জায়গায় এসে এই জিনিসগুলো এক্সপ্লেইন করতে হচ্ছে।’’

‘‘আমার বিপক্ষে অভিযোগ আনার আগে উনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, গঠনতন্ত্রে কিন্তু দুইটা কথা উল্লেখ করা আছে: ‘‘অর্গানাইজার বা সাবেক ক্রিকেটার।’’ আমি যে অর্গানাইজার না, এটা কেউ প্রমাণ করতে পারবেন? তিনটা টিম ওন করি, দুইটা টিমের কমিটিতে আছি। দ্বিতীয় কথা হলো, ‘‘সাবেক ক্রিকেটার।’’ আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন, সাবেক ক্রিকেটারের কি কোনো ব্যাখ্যা দেওয়া আছে কিনা যে, আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে?’’

‘‘যদি এই কেসই হয়, মোহাম্মদ আশরাফুল তো রিসেন্টলি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছেন। আমিনুল ইসলাম বুলবুল ভাই, আমাদের প্রেসিডেন্ট, উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই। যদি আপনারা আমাকে ঐভাবে ফাঁসাতে চান, তাহলে ওনারাও ফেঁসে যাবেন। আমি লাস্ট পাঁচ মাস আগে খেলেছি। আমি যদি নিজের মনের মধ্যেই চিন্তা করে রাখি যে, আমি আর ক্রিকেট খেলব না, তা আমি তো সাবেক হয়েই গেলাম। গঠনতন্ত্রে যদি এ কথাটা লেখা থাকে যে একদম স্পেসিফিকলি আপনাকে অমুক ডেটে ঘোষণা দিতে হবে, তাহলেই আপনার এই কাউন্সিলরশিপ বৈধ, তাহলে আমি মানতে পারি।’’ – যোগ করেন তামিম।

জনপ্রিয় সংবাদ

টস জিতে বোলিংয়ে টাইগাররা

তামিমের আহ্বান: ব্যক্তিগত নোংরামি নয়, ক্রিকেটের স্বার্থ আগে

আপডেট সময় ০৭:১৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে বিভাজন ও বিরোধ। এই পরিস্থিতিকে ‘নোংরামি’ আখ্যা দিয়ে বৃহত্তর ক্রিকেটের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়া তামিম এবার সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে তার কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি উঠেছে। সেই অভিযোগের শুনানিতে আজ তাকে হাজির হতে হয় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

যে মাঠে তিনি একসময় ছিলেন ক্রিকেটার, আজ সেখানে উপস্থিত হয়েছেন ক্রিকেট সংগঠক হিসেবে। নির্বাচনের আগে এমন বাস্তবতায় পড়বেন, তা কল্পনাতেও ছিল না বলে জানান তামিম।

তামিমের কাউন্সিলরশিপ অবৈধ দাবি করে বলা হয়েছে, তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। অথচ চলতি বছরের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘোষণা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। চিঠিতে তামিম ওল্ড ডিওএইচএস ক্লাবের কেউ নন বলেও উল্লেখ করা হয়।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তামিম বলেছেন, ‘‘আমার নামে যিনি কমপ্লেইন করছেন, সেই তিনি বিভিন্ন জায়গায় বলে যাচ্ছেন, তিনি অভিযোগ করেন নাই। চিঠিতে উল্লেখ করা আছে যে, ওল্ড ডিওএইচএস-এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওল্ড ডিওএইচএস-এর কমিটিটা খুঁজে বের করে দেখেন আমি আছি কি নাই। আমার এটা লজ্জা লাগতেছে যে আজকে আমার এই জায়গায় এসে এই জিনিসগুলো এক্সপ্লেইন করতে হচ্ছে।’’

‘‘আমার বিপক্ষে অভিযোগ আনার আগে উনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, গঠনতন্ত্রে কিন্তু দুইটা কথা উল্লেখ করা আছে: ‘‘অর্গানাইজার বা সাবেক ক্রিকেটার।’’ আমি যে অর্গানাইজার না, এটা কেউ প্রমাণ করতে পারবেন? তিনটা টিম ওন করি, দুইটা টিমের কমিটিতে আছি। দ্বিতীয় কথা হলো, ‘‘সাবেক ক্রিকেটার।’’ আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন, সাবেক ক্রিকেটারের কি কোনো ব্যাখ্যা দেওয়া আছে কিনা যে, আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে?’’

‘‘যদি এই কেসই হয়, মোহাম্মদ আশরাফুল তো রিসেন্টলি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছেন। আমিনুল ইসলাম বুলবুল ভাই, আমাদের প্রেসিডেন্ট, উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই। যদি আপনারা আমাকে ঐভাবে ফাঁসাতে চান, তাহলে ওনারাও ফেঁসে যাবেন। আমি লাস্ট পাঁচ মাস আগে খেলেছি। আমি যদি নিজের মনের মধ্যেই চিন্তা করে রাখি যে, আমি আর ক্রিকেট খেলব না, তা আমি তো সাবেক হয়েই গেলাম। গঠনতন্ত্রে যদি এ কথাটা লেখা থাকে যে একদম স্পেসিফিকলি আপনাকে অমুক ডেটে ঘোষণা দিতে হবে, তাহলেই আপনার এই কাউন্সিলরশিপ বৈধ, তাহলে আমি মানতে পারি।’’ – যোগ করেন তামিম।