ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণে হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo ছুরিকাঘাতে নিহত জবি শিক্ষার্থী জোবায়েদের জানাজা সম্পন্ন Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডে যাদের মিল তারাও ফ্যাসিস্ট: শিবির সভাপতি Logo যাত্রাবাড়ীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই Logo অবশেষে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কেন উইলিয়ামসন Logo আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে বৈঠকে ইসি Logo নাহিদের কাছ থেকে বিভ্রান্তিকর বক্তব্য জাতি আশা করে না: জামায়াত Logo জামায়াতের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই: রুমিন ফারহানা Logo জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, প্রেমিক জেনে যাওয়ায় খুন Logo ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ

শিক্ষার্থীদের আয়োজনে রাবির ক্যান্টিন কর্মচারী যুগলের বিয়ে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হলে এই দিনটি ছিল একেবারেই ব্যতিক্রমী। ক্লাস, পড়াশোনা কিংবা রাকসু নিয়ে আলোচনা বাদ দিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের একমাত্র ব্যস্ততা ছিল একটি বিয়েকে ঘিরে।

তবে এই বিয়ে কোনো সহপাঠীর নয়, ছিল হলের ক্যান্টিনের দুই কর্মচারীর, যাদের পরিবেশন করা খাবার শিক্ষার্থীরা প্রতিদিন খেতেন। দীর্ঘদিন ধরে এ যুগল হল ক্যান্টিনে কর্মরত থাকায় শিক্ষার্থীরা তাদের আপন করে নিয়েছেন। সেই আপন মানুষদের জীবনের নতুন অধ্যায়ের সাক্ষী হতে শিক্ষার্থীরাই হয়ে উঠেছিলেন আয়োজক ও অতিথি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শাহ মখ্দুম হলের মসজিদে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে পড়ান হল মসজিদের ইমাম।
বরের নাম আনোয়ার হোসেন এবং কনের নাম শিরিন খাতুন। তারা দীর্ঘদিন ধরে হলের ক্যান্টিনে কর্মরত ছিলেন।

এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী আতাউল্লাহ বলেন, আমার হলজীবনে এই প্রথম একটি বিয়ে দেখলাম। সেখানে আমাদের ক্যান্টিনের খুব পরিচিত মুখ আনোয়ার ভাইয়ের বিয়ে হলো। আমরা হলবাসীরা আনন্দঘন পরিবেশে মসজিদে বিয়ের আয়োজন করি এবং খেজুর বিলিয়ে বিয়ের কাজ শেষ করি। এরপর আমরা আনন্দ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করি।

বিয়ে শেষে নতুন বরকে নিয়ে শাহ মখ্দুম হলের শিক্ষার্থীরা মিছিল বের করেন। তারা মেয়েদের হলের সামনে গিয়ে স্লোগান দেন- পশ্চিম পাড়া ধোঁকা দিল, এসএম হল বিয়ে দিল।

ঢাকা ভয়েস/২৪

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণে হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ

শিক্ষার্থীদের আয়োজনে রাবির ক্যান্টিন কর্মচারী যুগলের বিয়ে

আপডেট সময় ০৫:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হলে এই দিনটি ছিল একেবারেই ব্যতিক্রমী। ক্লাস, পড়াশোনা কিংবা রাকসু নিয়ে আলোচনা বাদ দিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের একমাত্র ব্যস্ততা ছিল একটি বিয়েকে ঘিরে।

তবে এই বিয়ে কোনো সহপাঠীর নয়, ছিল হলের ক্যান্টিনের দুই কর্মচারীর, যাদের পরিবেশন করা খাবার শিক্ষার্থীরা প্রতিদিন খেতেন। দীর্ঘদিন ধরে এ যুগল হল ক্যান্টিনে কর্মরত থাকায় শিক্ষার্থীরা তাদের আপন করে নিয়েছেন। সেই আপন মানুষদের জীবনের নতুন অধ্যায়ের সাক্ষী হতে শিক্ষার্থীরাই হয়ে উঠেছিলেন আয়োজক ও অতিথি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শাহ মখ্দুম হলের মসজিদে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে পড়ান হল মসজিদের ইমাম।
বরের নাম আনোয়ার হোসেন এবং কনের নাম শিরিন খাতুন। তারা দীর্ঘদিন ধরে হলের ক্যান্টিনে কর্মরত ছিলেন।

এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী আতাউল্লাহ বলেন, আমার হলজীবনে এই প্রথম একটি বিয়ে দেখলাম। সেখানে আমাদের ক্যান্টিনের খুব পরিচিত মুখ আনোয়ার ভাইয়ের বিয়ে হলো। আমরা হলবাসীরা আনন্দঘন পরিবেশে মসজিদে বিয়ের আয়োজন করি এবং খেজুর বিলিয়ে বিয়ের কাজ শেষ করি। এরপর আমরা আনন্দ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করি।

বিয়ে শেষে নতুন বরকে নিয়ে শাহ মখ্দুম হলের শিক্ষার্থীরা মিছিল বের করেন। তারা মেয়েদের হলের সামনে গিয়ে স্লোগান দেন- পশ্চিম পাড়া ধোঁকা দিল, এসএম হল বিয়ে দিল।

ঢাকা ভয়েস/২৪