ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন Logo দুদু মিঞাকে স্মরণ করে যা বললেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo শাপলা প্রতীককে তালিকাভুক্ত করতে ইসিতে এনসিপির আবেদন Logo নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর কারাগারে Logo ‘ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত মির্জা ফখরুলের সাক্ষাৎকার মিথ্যা ও মনগড়া’ Logo টাইগারদের বিপক্ষে পাকিস্তান, প্রশ্ন শুনেই শাহীন আফ্রিদির পাল্টা প্রশ্ন ‘টাইগার কারা?’ Logo রাজধানীর বিভিন্ন স্থানে আ. লীগের ঝটিকা মিছিল, ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার Logo ছাত্রদল নেতার উদ্যোগে জবি ছাত্রী হলে স্যানিটারি ভেন্ডিং মেশিন Logo ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে অভিযোগ, অবস্থান জানালো ঢাবি কর্তৃপক্ষ Logo শিক্ষার্থীদের আয়োজনে রাবির ক্যান্টিন কর্মচারী যুগলের বিয়ে

শিক্ষার্থীদের আয়োজনে রাবির ক্যান্টিন কর্মচারী যুগলের বিয়ে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হলে এই দিনটি ছিল একেবারেই ব্যতিক্রমী। ক্লাস, পড়াশোনা কিংবা রাকসু নিয়ে আলোচনা বাদ দিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের একমাত্র ব্যস্ততা ছিল একটি বিয়েকে ঘিরে।

তবে এই বিয়ে কোনো সহপাঠীর নয়, ছিল হলের ক্যান্টিনের দুই কর্মচারীর, যাদের পরিবেশন করা খাবার শিক্ষার্থীরা প্রতিদিন খেতেন। দীর্ঘদিন ধরে এ যুগল হল ক্যান্টিনে কর্মরত থাকায় শিক্ষার্থীরা তাদের আপন করে নিয়েছেন। সেই আপন মানুষদের জীবনের নতুন অধ্যায়ের সাক্ষী হতে শিক্ষার্থীরাই হয়ে উঠেছিলেন আয়োজক ও অতিথি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শাহ মখ্দুম হলের মসজিদে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে পড়ান হল মসজিদের ইমাম।
বরের নাম আনোয়ার হোসেন এবং কনের নাম শিরিন খাতুন। তারা দীর্ঘদিন ধরে হলের ক্যান্টিনে কর্মরত ছিলেন।

এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী আতাউল্লাহ বলেন, আমার হলজীবনে এই প্রথম একটি বিয়ে দেখলাম। সেখানে আমাদের ক্যান্টিনের খুব পরিচিত মুখ আনোয়ার ভাইয়ের বিয়ে হলো। আমরা হলবাসীরা আনন্দঘন পরিবেশে মসজিদে বিয়ের আয়োজন করি এবং খেজুর বিলিয়ে বিয়ের কাজ শেষ করি। এরপর আমরা আনন্দ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করি।

বিয়ে শেষে নতুন বরকে নিয়ে শাহ মখ্দুম হলের শিক্ষার্থীরা মিছিল বের করেন। তারা মেয়েদের হলের সামনে গিয়ে স্লোগান দেন- পশ্চিম পাড়া ধোঁকা দিল, এসএম হল বিয়ে দিল।

ঢাকা ভয়েস/২৪

জনপ্রিয় সংবাদ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

শিক্ষার্থীদের আয়োজনে রাবির ক্যান্টিন কর্মচারী যুগলের বিয়ে

আপডেট সময় ০৫:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হলে এই দিনটি ছিল একেবারেই ব্যতিক্রমী। ক্লাস, পড়াশোনা কিংবা রাকসু নিয়ে আলোচনা বাদ দিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের একমাত্র ব্যস্ততা ছিল একটি বিয়েকে ঘিরে।

তবে এই বিয়ে কোনো সহপাঠীর নয়, ছিল হলের ক্যান্টিনের দুই কর্মচারীর, যাদের পরিবেশন করা খাবার শিক্ষার্থীরা প্রতিদিন খেতেন। দীর্ঘদিন ধরে এ যুগল হল ক্যান্টিনে কর্মরত থাকায় শিক্ষার্থীরা তাদের আপন করে নিয়েছেন। সেই আপন মানুষদের জীবনের নতুন অধ্যায়ের সাক্ষী হতে শিক্ষার্থীরাই হয়ে উঠেছিলেন আয়োজক ও অতিথি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শাহ মখ্দুম হলের মসজিদে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে পড়ান হল মসজিদের ইমাম।
বরের নাম আনোয়ার হোসেন এবং কনের নাম শিরিন খাতুন। তারা দীর্ঘদিন ধরে হলের ক্যান্টিনে কর্মরত ছিলেন।

এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী আতাউল্লাহ বলেন, আমার হলজীবনে এই প্রথম একটি বিয়ে দেখলাম। সেখানে আমাদের ক্যান্টিনের খুব পরিচিত মুখ আনোয়ার ভাইয়ের বিয়ে হলো। আমরা হলবাসীরা আনন্দঘন পরিবেশে মসজিদে বিয়ের আয়োজন করি এবং খেজুর বিলিয়ে বিয়ের কাজ শেষ করি। এরপর আমরা আনন্দ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করি।

বিয়ে শেষে নতুন বরকে নিয়ে শাহ মখ্দুম হলের শিক্ষার্থীরা মিছিল বের করেন। তারা মেয়েদের হলের সামনে গিয়ে স্লোগান দেন- পশ্চিম পাড়া ধোঁকা দিল, এসএম হল বিয়ে দিল।

ঢাকা ভয়েস/২৪