২৩ সেপ্টেম্বর মধ্যরাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীরা আওয়ামী লীগ কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগ কর্মীদের একটি দল তাদের উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিপূর্ণ স্লোগান দিতে থাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া এই ঘটনার ভিডিওতে দেখা যায়, রাজনৈতিক নেতাকর্মীরা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ‘জয় বাংলা’, ‘রাজাকার’ বলে আওয়ামী লীগ কর্মীরা স্লোগান দিতে থাকেন। এছাড়াও বিভিন্ন রকম অশালীন ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন
সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছায় প্রতিনিধি দলটি।
ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।