ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড অভিযোগে ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন এবং মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোন অপকর্মের দায়-দায়িত্ব ছাত্রদল বহন করবে না। একইসাথে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, বহিষ্কৃতরা ভবিষ্যতে দলীয় পরিচয় ব্যবহার করে কোন বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল জানান, “কেন্দ্রীয় কমিটির নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তারা বিভিন্ন কলেজে শিক্ষার সুন্দর পরিবেশ নষ্ট করছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।”

অন্যদিকে বহিষ্কৃত ছাত্রদল নেতা নাঈম সরকার দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড অভিযোগে ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

মিরসরাইয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড অভিযোগে ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

আপডেট সময় ১০:৪৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন এবং মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোন অপকর্মের দায়-দায়িত্ব ছাত্রদল বহন করবে না। একইসাথে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, বহিষ্কৃতরা ভবিষ্যতে দলীয় পরিচয় ব্যবহার করে কোন বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল জানান, “কেন্দ্রীয় কমিটির নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তারা বিভিন্ন কলেজে শিক্ষার সুন্দর পরিবেশ নষ্ট করছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।”

অন্যদিকে বহিষ্কৃত ছাত্রদল নেতা নাঈম সরকার দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।