চট্টগ্রাম নগরের মাহবুব ওরফে মাবু নামের যুবলীগের নেতাকে আটক করে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে দেয় পুলিশ। তার বিরুদ্ধে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা। তবে মাবুকে হাতে হ্যান্ডকাফ পড়ালেও থানায় আনতে পারেনি পুলিশ। পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাড়ি থেকে হ্যান্ডকাফসহ লুঙ্গি খুলে পালিয়েছেন তিনি।
সোমবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের আগ্রাবাদ চৌমুহনী বংশাল পাড়ার জাফর সওদাগর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, এলাকার মিলাদুন্নবী অনুষ্ঠান চলছিল। এসময় খাবার বিতরণ করছিলেন মাবুসহ এলাকার লোকজন।
এসময় হঠাৎ পুলিশের একটি সিভিল দল এসে মাবুকে ধরে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে দেয়। মাবুও পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করতে থাকে। একপর্যায়ে পুলিশ তাকে গাড়িতে তুলে নেয়। এসময় এলাকার লোকজন হৈহুল্লোড় শুরু করলে পুলিশ তাদের ঠেকাতে যায়। এসময় সুযোগ বুঝে হ্যান্ডকাফসহ লুঙ্গি ফেলে পালিয়ে যায় মাবু। পরে মাবুর ছোট ভাই মুজাহিদকে ধরে নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে জানতে ডবলমুরিং জোনের এসি-ওসি, ওসি তদন্তকে ফোন দেয়া হলে তারা কেউ ফোনকল রিসিভ করেননি।