ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাকসু সম্পন্ন করতে সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত শিক্ষক পরিষদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ, রাবি শাখা। একই সাথে তারা পূর্ব ঘোষিত শাটডাউন কর্মসূচি প্রত্যাহারেরও ঘোষণা দিয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত শিক্ষকরা বলেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচনকে শিক্ষার্থীদের প্রত্যাশার জায়গা থেকে স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে তারা সক্রিয় সহযোগিতা করবেন।

সভায় শিক্ষক পরিষদের পক্ষ থেকে আরও জানানো হয়, গত ২০ সেপ্টেম্বর ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় দোষীদের দ্রুত তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা।

এসময় বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. জে এ এম সাকিলউর রহমান বলেন, আমরা ২০ তারিখে অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে এর সুষ্ঠু বিচারের দাবি জানাই। ইতোমধ্যেই অনেক ফোরাম অনেক কর্মসূচি ঘোষণা করেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেমন প্রয়োজন, একই সাথে রাকসু নির্বাচনে যাতে বাধা সৃষ্টি না হয় সেজন্য আমরা মনে করছি রাকসু নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের দায়িত্ব।

এ সময় বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. জে এ এম সাকিলউর রহমান বলেন, আমরা ২০ তারিখে অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে এর সুষ্ঠু বিচারের দাবি জানাই। ইতোমধ্যেই অনেক ফোরাম অনেক কর্মসূচি ঘোষণা করেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেমন প্রয়োজন, একই সাথে রাকসু নির্বাচনে যাতে বাধা সৃষ্টি না হয় সেজন্য আমরা মনে করছি রাকসু নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের দায়িত্ব।

জনপ্রিয় সংবাদ

১৭ বছর আন্দোলন করেছি বাসস্ট্যান্ড দখলের জন্য নয়: ইশরাক

রাকসু সম্পন্ন করতে সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত শিক্ষক পরিষদের

আপডেট সময় ০৬:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ, রাবি শাখা। একই সাথে তারা পূর্ব ঘোষিত শাটডাউন কর্মসূচি প্রত্যাহারেরও ঘোষণা দিয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত শিক্ষকরা বলেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচনকে শিক্ষার্থীদের প্রত্যাশার জায়গা থেকে স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে তারা সক্রিয় সহযোগিতা করবেন।

সভায় শিক্ষক পরিষদের পক্ষ থেকে আরও জানানো হয়, গত ২০ সেপ্টেম্বর ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় দোষীদের দ্রুত তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা।

এসময় বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. জে এ এম সাকিলউর রহমান বলেন, আমরা ২০ তারিখে অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে এর সুষ্ঠু বিচারের দাবি জানাই। ইতোমধ্যেই অনেক ফোরাম অনেক কর্মসূচি ঘোষণা করেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেমন প্রয়োজন, একই সাথে রাকসু নির্বাচনে যাতে বাধা সৃষ্টি না হয় সেজন্য আমরা মনে করছি রাকসু নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের দায়িত্ব।

এ সময় বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. জে এ এম সাকিলউর রহমান বলেন, আমরা ২০ তারিখে অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে এর সুষ্ঠু বিচারের দাবি জানাই। ইতোমধ্যেই অনেক ফোরাম অনেক কর্মসূচি ঘোষণা করেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেমন প্রয়োজন, একই সাথে রাকসু নির্বাচনে যাতে বাধা সৃষ্টি না হয় সেজন্য আমরা মনে করছি রাকসু নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের দায়িত্ব।