লক্ষ্মীপুর জেলা সদরের দক্ষিণ হামছাদি ইউনিয়নে বিকাশ ও নগদ প্রতারক চক্রের বিরুদ্ধে এক সফল যৌথ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কমান্ডার ক্যাপ্টেন রাহাত খান।
অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ২৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৭টি সিমকার্ড, নগদ ৫৯ হাজার ৩৪০ টাকা এবং বৈদেশিক মুদ্রায় ৫ হাজার ৩৪২ টাকা। এছাড়াও, ৪টি ডেস্কটপ কম্পিউটার, ১টি পিসি, ৮টি মোবাইল চার্জার, ৪টি কিবোর্ড, ৬টি মাউস, ১০টি চেকবই, ১টি রাউটার, ১টি ডিভিআর এবং ২টি ডেবিট কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ফয়েজ হোসেন (২৭), মো. হৃদয় (২২), মো. সোহেল (২৪) এবং শিহাব উদ্দিন (২৫)। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধরনের প্রতারণা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।