ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গঙ্গাচড়ায় চরাঞ্চলের অস্বচ্ছলদের জন্য বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প Logo প্রয়োজনে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের Logo টস জিতে ফিল্ডিংয়ে ভারত Logo ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসুর জিএস Logo ড. ইউনূসের সফরে যুক্ত হলেন জামায়াত ও এনসিপির আরও ২ জন প্রতিনিধি Logo ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ আরও ৩ দেশ Logo ভিপি জরিমানা করছেন, টাকা যাচ্ছে জামায়াতের বায়তুল মালে: রিজভী Logo ইঞ্জিন বিকল, ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা Logo ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর

ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসুর জিএস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে আবাসিক হলগুলোর পাঠকক্ষে শিগগিরই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

বুধবার (২১ সেপ্টেম্বর) তিনি জানান, “পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে রিডিংরুমে এসি স্থাপন অত্যন্ত জরুরি। এ বিষয়ে ইতোমধ্যেই হল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি, এই মাসের মধ্যেই এসি বসানো সম্ভব হবে।”

ডাকসুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কীভাবে ডাকসু কাজ করবে তা জানিয়ে ফরহাদ বলেন, সব হলের উন্নয়নকাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, রিডিংরুমে এসি না থাকা, মসজিদে অনুপযুক্ত পরিবেশ এবং ক্যান্টিনের মানহীনতা—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ চলছে। পাশাপাশি ছাত্রী হলে রান্নাবান্না সংক্রান্ত জটিলতা, নিরাপত্তা সমস্যা এবং ক্যাম্পাসের বাইরের তিনটি হলে সিকিউরিটি ও সাউন্ড নিয়ন্ত্রণের বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে ডাকসুর উদ্যোগ চলছে বলে জানান ফরহাদ। তিনি বলেন, পড়াশোনার পরিবেশ উন্নত করতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে গবেষণা ফান্ড, শিক্ষার্থীদের রিসোর্সে প্রবেশাধিকার বাড়ানো, একাডেমিক ই-মেইলের মাধ্যমে আন্তর্জাতিক জার্নালে এক্সেস এবং সেন্ট্রাল লাইব্রেরি উন্নয়ন—এসব বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে একটি অফিসিয়াল চিঠিও দেওয়া হয়েছে এবং আরও কয়েক দফা বৈঠকের মাধ্যমে উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে তাদের উদ্যোগ তুলে ধরে ডাকসু জিএস বলেন, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে প্রক্টরিয়াল টিমের সঙ্গে আমাদের বসা হয়েছে। এক্ষেত্রে মূল যে কাজ সেটি হলো টিএসসি কেন্দ্রিক সাউন্ড ও যানবাহন নিয়ন্ত্রণ করা। এছাড়া, বাইরের তিনটা হলে নিরাপত্তা কিভাবে বাড়ানো যায় এবং রিক্সা কিভাবে নিয়ন্ত্রণ করে ফিক্সড কিছু গাড়ি কিভাবে দেওয়া যায় সেটি নিয়ে কাজ শুরু করেছি। আমরা দ্রুত সময়ের মধ্যে ডিজিটাল কমপ্লেইন বক্স চালু করবো। হল সংসদের সাথে আমাদের বসা হয়েছে। সেখানে আমরা আলোচনা করেছি কোন কাজগুলো হল সংসদ কাজ করবে এবং সেন্ট্রালি কি কি কাজ করা যায় তা নিয়ে কথা বলেছি।

জনপ্রিয় সংবাদ

গঙ্গাচড়ায় চরাঞ্চলের অস্বচ্ছলদের জন্য বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প

ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসুর জিএস

আপডেট সময় ০৮:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে আবাসিক হলগুলোর পাঠকক্ষে শিগগিরই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

বুধবার (২১ সেপ্টেম্বর) তিনি জানান, “পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে রিডিংরুমে এসি স্থাপন অত্যন্ত জরুরি। এ বিষয়ে ইতোমধ্যেই হল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি, এই মাসের মধ্যেই এসি বসানো সম্ভব হবে।”

ডাকসুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কীভাবে ডাকসু কাজ করবে তা জানিয়ে ফরহাদ বলেন, সব হলের উন্নয়নকাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, রিডিংরুমে এসি না থাকা, মসজিদে অনুপযুক্ত পরিবেশ এবং ক্যান্টিনের মানহীনতা—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ চলছে। পাশাপাশি ছাত্রী হলে রান্নাবান্না সংক্রান্ত জটিলতা, নিরাপত্তা সমস্যা এবং ক্যাম্পাসের বাইরের তিনটি হলে সিকিউরিটি ও সাউন্ড নিয়ন্ত্রণের বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে ডাকসুর উদ্যোগ চলছে বলে জানান ফরহাদ। তিনি বলেন, পড়াশোনার পরিবেশ উন্নত করতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে গবেষণা ফান্ড, শিক্ষার্থীদের রিসোর্সে প্রবেশাধিকার বাড়ানো, একাডেমিক ই-মেইলের মাধ্যমে আন্তর্জাতিক জার্নালে এক্সেস এবং সেন্ট্রাল লাইব্রেরি উন্নয়ন—এসব বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে একটি অফিসিয়াল চিঠিও দেওয়া হয়েছে এবং আরও কয়েক দফা বৈঠকের মাধ্যমে উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে তাদের উদ্যোগ তুলে ধরে ডাকসু জিএস বলেন, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে প্রক্টরিয়াল টিমের সঙ্গে আমাদের বসা হয়েছে। এক্ষেত্রে মূল যে কাজ সেটি হলো টিএসসি কেন্দ্রিক সাউন্ড ও যানবাহন নিয়ন্ত্রণ করা। এছাড়া, বাইরের তিনটা হলে নিরাপত্তা কিভাবে বাড়ানো যায় এবং রিক্সা কিভাবে নিয়ন্ত্রণ করে ফিক্সড কিছু গাড়ি কিভাবে দেওয়া যায় সেটি নিয়ে কাজ শুরু করেছি। আমরা দ্রুত সময়ের মধ্যে ডিজিটাল কমপ্লেইন বক্স চালু করবো। হল সংসদের সাথে আমাদের বসা হয়েছে। সেখানে আমরা আলোচনা করেছি কোন কাজগুলো হল সংসদ কাজ করবে এবং সেন্ট্রালি কি কি কাজ করা যায় তা নিয়ে কথা বলেছি।