কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি শুরু হয়েছে আজ। আজ শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় বেলা ১১টা) থেকে যুদ্ধবিরতি শুরু হয়। গত বুধবার হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়।
৪ দিন যুদ্ধবিরতি চলাকালীন সময়ে কাসসাম ব্রিগেড ও ইসরায়েল সকল সামরিক কার্যক্রম বন্ধ থাকবে। দক্ষিণ গাজায় ইসরায়েলের যুদ্ধবিমান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ৬ ঘন্টা (সকাল ১০টা হতে বিকাল ৪টা) উত্তর গাজায় যুদ্ধবিমান চলাচল বন্ধ থাকবে।
৫০ ইসরায়েলের বন্দীকে মুক্তি দেয়া হবে, বিনিময়ে ১৫০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে। প্রতিদিন ২০০টি রিলিফ ও চিকিৎসা সহায়তাবাহী ট্রাক গাজার সকল অংশে প্রবেশ করবে। ৪ ট্রাক ফুয়েল ও রান্নার গ্যাস গাজার সকল অংশে প্রবেশ করবে।
চুক্তি অনুযায়ী, আজ ২০০ ট্রাক জরুরি সাহায্য সামগ্রী ও ফুয়েল ও রান্নার গ্যাসের ট্রাক গাজায় প্রবেশ করেছে রাফাহ ক্রসিং দিয়ে।
এবং যুদ্ধ বিরতির পর ইসরায়েলের জেল থেকে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে।