ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘আগামী ৫ মাসে অনেক কিছুই ঘটবে, যা আমরা কল্পনাও করতে পারছি না’ Logo নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে দোস্ত এইডের খাদ্য সহায়তা বিতরণ Logo হাতিয়ায় দুই শতাধিক শিক্ষার্থী কে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা দিল ছাত্রশিবির Logo পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে অনশন, অসুস্থ দুই শিক্ষার্থী Logo বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ ভারী বর্ষণের আভাস Logo যারা আগে আ‘মী লীগে ছিলেন, তাদের বিএনপিতে আসা নিয়ে কেউ যেন হাসি-ঠাট্টা না করে Logo বিএনপি ভাঙার মিশন:জিএম কাদেরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে এনায়েত Logo চুয়াডাঙ্গায় পূর্ব শক্রতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা Logo যারা হাসিনার সঙ্গে আঁতাত করে চলছিলো তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : সরওয়ার Logo কুমিল্লায় চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন

নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে দোস্ত এইডের খাদ্য সহায়তা বিতরণ

নালিতাবাড়ী উপজেলার ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এখাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রতিটি খাদ্য প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, লবণ ও নিত্যপ্রয়োজনীয় মশলা। প্রায় ৪৫ কেজি ওজনের এসব খাদ্য সামগ্রী একটি পরিবারের কয়েক সপ্তাহের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে এবং সংকটকালে উপকারভোগীদের দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান গোলাম কিবরিয়া (ভিপি), নালিতাবাড়ী দারুল ইসলাম ট্রাস্টের সভাপতি মাওলানা আফসার উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও নালিতাবাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকাম হীরা, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন, নালিতাবাড়ী শিক্ষক সমিতির সাবেক সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম।

প্রধান অতিথি ফারজানা আক্তার ববি বলেন—“অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, বরং একটি মানবিক কর্তব্য। দোস্ত এইডের কার্যক্রম প্রমাণ করে, আন্তরিক ইচ্ছা থাকলে সমাজ পরিবর্তনে অনেক কিছু করা সম্ভব। আজকের এই উদ্যোগ নালিতাবাড়ীর অসংখ্য পরিবারের জন্য আশার আলো হয়ে এসেছে।”

সভাপতির বক্তব্যে কহিনুর আলম চৌধুরী বলেন—“আমরা সাময়িক সাহায্যের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি সমাধানে বিশ্বাস করি। শিক্ষা, স্বাস্থ্য, টেকসই জীবিকা, বিশুদ্ধ পানি ও সামাজিক উন্নয়ন—সব ক্ষেত্রেই আমরা কাজ করছি। ইতোমধ্যে রিকশা বিতরণ, শীতবস্ত্র প্রদান, ছানি অপারেশন, হুইলচেয়ার বিতরণসহ অসংখ্য প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হয়েছে। ভবিষ্যতেও দরিদ্র মানুষের জীবনে টেকসই পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।”

বিশেষ অতিথি গোলাম কিবরিয়া (ভিপি) বলেন—“নালিতাবাড়ী উপজেলায় দোস্ত এইড নিয়মিতভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এর আগে খাদ্য সহায়তা, টিউবওয়েল, ডিপ টিউবওয়েল ও অযুখানা স্থাপন, কুরবানির মাংস বিতরণসহ নানা উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আরও কিছু প্রকল্প এখনো চলমান রয়েছে। আজকের এই আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ, যা দরিদ্র জনগণের জন্য বাস্তব উপকার বয়ে আনছে।”

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

সহায়তা গ্রহণ শেষে সুবিধাভোগীরা বলেন—“এই সহায়তা আমাদের পরিবারকে বড় ধরনের সংকট থেকে রক্ষা করেছে। আমরা দোস্ত এইডের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাদের শক্তি দিন, যেন তারা সবসময় অসহায় মানুষের পাশে থাকতে পারে।”

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংগঠনটি ইতোমধ্যে শিক্ষাবৃত্তি প্রদান, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, দারিদ্র বিমোচন, প্রতিবন্ধী পুনর্বাসন, জরুরি ত্রাণ সহায়তা, গৃহ ও মসজিদ নির্মাণসহ নানামুখী প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘আগামী ৫ মাসে অনেক কিছুই ঘটবে, যা আমরা কল্পনাও করতে পারছি না’

নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে দোস্ত এইডের খাদ্য সহায়তা বিতরণ

আপডেট সময় ০৩:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

নালিতাবাড়ী উপজেলার ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এখাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রতিটি খাদ্য প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, লবণ ও নিত্যপ্রয়োজনীয় মশলা। প্রায় ৪৫ কেজি ওজনের এসব খাদ্য সামগ্রী একটি পরিবারের কয়েক সপ্তাহের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে এবং সংকটকালে উপকারভোগীদের দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান গোলাম কিবরিয়া (ভিপি), নালিতাবাড়ী দারুল ইসলাম ট্রাস্টের সভাপতি মাওলানা আফসার উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও নালিতাবাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকাম হীরা, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন, নালিতাবাড়ী শিক্ষক সমিতির সাবেক সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম।

প্রধান অতিথি ফারজানা আক্তার ববি বলেন—“অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, বরং একটি মানবিক কর্তব্য। দোস্ত এইডের কার্যক্রম প্রমাণ করে, আন্তরিক ইচ্ছা থাকলে সমাজ পরিবর্তনে অনেক কিছু করা সম্ভব। আজকের এই উদ্যোগ নালিতাবাড়ীর অসংখ্য পরিবারের জন্য আশার আলো হয়ে এসেছে।”

সভাপতির বক্তব্যে কহিনুর আলম চৌধুরী বলেন—“আমরা সাময়িক সাহায্যের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি সমাধানে বিশ্বাস করি। শিক্ষা, স্বাস্থ্য, টেকসই জীবিকা, বিশুদ্ধ পানি ও সামাজিক উন্নয়ন—সব ক্ষেত্রেই আমরা কাজ করছি। ইতোমধ্যে রিকশা বিতরণ, শীতবস্ত্র প্রদান, ছানি অপারেশন, হুইলচেয়ার বিতরণসহ অসংখ্য প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হয়েছে। ভবিষ্যতেও দরিদ্র মানুষের জীবনে টেকসই পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।”

বিশেষ অতিথি গোলাম কিবরিয়া (ভিপি) বলেন—“নালিতাবাড়ী উপজেলায় দোস্ত এইড নিয়মিতভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এর আগে খাদ্য সহায়তা, টিউবওয়েল, ডিপ টিউবওয়েল ও অযুখানা স্থাপন, কুরবানির মাংস বিতরণসহ নানা উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আরও কিছু প্রকল্প এখনো চলমান রয়েছে। আজকের এই আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ, যা দরিদ্র জনগণের জন্য বাস্তব উপকার বয়ে আনছে।”

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

সহায়তা গ্রহণ শেষে সুবিধাভোগীরা বলেন—“এই সহায়তা আমাদের পরিবারকে বড় ধরনের সংকট থেকে রক্ষা করেছে। আমরা দোস্ত এইডের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাদের শক্তি দিন, যেন তারা সবসময় অসহায় মানুষের পাশে থাকতে পারে।”

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংগঠনটি ইতোমধ্যে শিক্ষাবৃত্তি প্রদান, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, দারিদ্র বিমোচন, প্রতিবন্ধী পুনর্বাসন, জরুরি ত্রাণ সহায়তা, গৃহ ও মসজিদ নির্মাণসহ নানামুখী প্রকল্প বাস্তবায়ন করে আসছে।