ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গোলাপগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন জামায়াত নেতা Logo ইসরায়েল থেকে অত্যাধুনিক ‘হেরনে ট্যাঙ্ক’ ড্রোন কিনছে ভারত Logo প্যানেলে যায়গা হয়নি, স্বতন্ত্র দাড়িয়েছেন গণঅভ্যুত্থানের সম্মুখ নেতা ছাত্রদলের মামুন Logo বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক Logo সেনা সুরক্ষা ছেড়ে প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি Logo চাঁদে নিজের নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা, অংশ নেবেন যেভাবে Logo স্টেডিয়ামে ফুটবল ম্যাচ নিয়ে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ Logo রাকসু নির্বাচন: কোন হলের ভোটারা কোন কেন্দ্রে ভোট দেবেন? Logo কোরআন ছুঁয়ে দুই লাখ টাকা চাঁদা নিয়ে আ.লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস বিএনপি নেতার Logo ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্যানেলে যায়গা হয়নি, স্বতন্ত্র দাড়িয়েছেন গণঅভ্যুত্থানের সম্মুখ নেতা ছাত্রদলের মামুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে আলোচনায় ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা আব্দুল্লাহ আল মামুন। এজিএস পদে মনোনয়ন ফরম উত্তোলন করলেও শেষাবধি প্যানেলে জায়গা পাননি এই ছাত্রদল নেতা। ‘বঞ্চিত’ মামুন তাই স্বতন্ত্রভাবেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রদলের সক্রিয় একজন নেতা। গত বছরের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলনে মামুন ছিলেন অগ্রভাগে। মহাসড়ক অবরোধ থেকে শুরু করে ‘বাংলা ব্লকেড’, প্রতিটি কর্মসূচিতেই দৃশ্যমান ছিল তার উপস্থিতি। খালি গায়ে বুকে লেখা ‘ফ্রি কোটা অর ডাই’ এবং হাতে জাতীয় পতাকা- এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও উঠে আসে তার সেই ছবি ও ভিডিও; যা আন্দোলনে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

এদিকে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মামুন এজিএস পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেন এবং ছাত্রদলের পক্ষ থেকে মনোনয়ন চান। কিন্তু চূড়ান্তভাবে ঘোষিত প্যানেলে তার নাম না থাকায় হতাশা প্রকাশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মামুন। ছাত্রদলের একটি অংশ বলছে, দলের হয়ে মাঠে সক্রিয় থাকা একজন নেতাকে বাদ দেওয়া অন্যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানিয়েছেন, জুলাই আন্দোলনে মামুন সম্মুখ সারির যোদ্ধা ছিল। ফলে আমরা আশা করেছিলাম, সে প্যানেল থেকে এজিএস পদে নির্বাচন করবে। কিন্তু তার নাম না থাকায় আমরা আশাহত।

এ বিষয়ে আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী। জুলাইয়ে আন্দোলনের প্রথম থেকে সংগ্রাম করেছি। শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে আমরা ছাত্রদল সবচেয়ে বেশি সরব ছিলাম। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফসল আজকের এই ছাত্র সংসদ নির্বাচন। আমি ছাত্রদলের পক্ষ থেকে এজিএস পদে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। আফসোস কিংবা দুঃখ নেই। তবে সিদ্ধান্ত নিয়েছি আমি স্বতন্ত্রভাবে লড়বো। মনোনয়ন জমা দিয়েছি। শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

গোলাপগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন জামায়াত নেতা

প্যানেলে যায়গা হয়নি, স্বতন্ত্র দাড়িয়েছেন গণঅভ্যুত্থানের সম্মুখ নেতা ছাত্রদলের মামুন

আপডেট সময় ০৭:৩৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে আলোচনায় ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা আব্দুল্লাহ আল মামুন। এজিএস পদে মনোনয়ন ফরম উত্তোলন করলেও শেষাবধি প্যানেলে জায়গা পাননি এই ছাত্রদল নেতা। ‘বঞ্চিত’ মামুন তাই স্বতন্ত্রভাবেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রদলের সক্রিয় একজন নেতা। গত বছরের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলনে মামুন ছিলেন অগ্রভাগে। মহাসড়ক অবরোধ থেকে শুরু করে ‘বাংলা ব্লকেড’, প্রতিটি কর্মসূচিতেই দৃশ্যমান ছিল তার উপস্থিতি। খালি গায়ে বুকে লেখা ‘ফ্রি কোটা অর ডাই’ এবং হাতে জাতীয় পতাকা- এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও উঠে আসে তার সেই ছবি ও ভিডিও; যা আন্দোলনে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

এদিকে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মামুন এজিএস পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেন এবং ছাত্রদলের পক্ষ থেকে মনোনয়ন চান। কিন্তু চূড়ান্তভাবে ঘোষিত প্যানেলে তার নাম না থাকায় হতাশা প্রকাশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মামুন। ছাত্রদলের একটি অংশ বলছে, দলের হয়ে মাঠে সক্রিয় থাকা একজন নেতাকে বাদ দেওয়া অন্যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানিয়েছেন, জুলাই আন্দোলনে মামুন সম্মুখ সারির যোদ্ধা ছিল। ফলে আমরা আশা করেছিলাম, সে প্যানেল থেকে এজিএস পদে নির্বাচন করবে। কিন্তু তার নাম না থাকায় আমরা আশাহত।

এ বিষয়ে আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী। জুলাইয়ে আন্দোলনের প্রথম থেকে সংগ্রাম করেছি। শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে আমরা ছাত্রদল সবচেয়ে বেশি সরব ছিলাম। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফসল আজকের এই ছাত্র সংসদ নির্বাচন। আমি ছাত্রদলের পক্ষ থেকে এজিএস পদে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। আফসোস কিংবা দুঃখ নেই। তবে সিদ্ধান্ত নিয়েছি আমি স্বতন্ত্রভাবে লড়বো। মনোনয়ন জমা দিয়েছি। শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।