ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্টেডিয়ামে ফুটবল ম্যাচ নিয়ে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

গাজীপুরের টঙ্গীতে আর্চারি প্রশিক্ষণ একাডেমি স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিসিক শিল্প নগরীর এ এম ফ্যাশন ও কালার কার্টুন ফ্যাক্টরির শ্রমিকরা মাঠে নামলে খেলার শুরু থেকেই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। আধাঘণ্টাব্যাপী এই সংঘর্ষে লাঠি, রডসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনি জানান, আহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আর্চারি একাডেমি স্টেডিয়াম ব্যবহারের অনুমতি নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। আনসার একাডেমির প্রশিক্ষণ কর্মকর্তা আইনুল হক বলেন, তিনি দায়িত্বে থাকলেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ডা. নাজিমের ছেলে প্রিন্স শ্রমিকদের খেলতে মৌখিক অনুমতি দেন। সাংবাদিকদের কাছে প্রিন্স নিজেও এ অনুমতির বিষয়টি স্বীকার করেছেন।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রিন্স এ অনুমতি দিয়েছেন, অথচ তার এ ধরনের ক্ষমতা নেই। জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প চলমান থাকা অবস্থায় সরকারি সংস্থার অনুমতি ছাড়াই স্টেডিয়াম ব্যবহারের সুযোগ দেওয়ায় প্রশ্ন উঠেছে।

এদিকে আনসার কর্মকর্তারা অভিযোগ করেছেন, সংঘর্ষের সময় স্টেডিয়ামে চলমান নির্মাণকাজের কিছু সামগ্রী লুট করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‌‌`খেলা নিয়ে সংঘর্ষের খবর পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

জনপ্রিয় সংবাদ

১৭ বছর আন্দোলন করেছি বাসস্ট্যান্ড দখলের জন্য নয়: ইশরাক

স্টেডিয়ামে ফুটবল ম্যাচ নিয়ে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় ০৩:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীতে আর্চারি প্রশিক্ষণ একাডেমি স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিসিক শিল্প নগরীর এ এম ফ্যাশন ও কালার কার্টুন ফ্যাক্টরির শ্রমিকরা মাঠে নামলে খেলার শুরু থেকেই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। আধাঘণ্টাব্যাপী এই সংঘর্ষে লাঠি, রডসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনি জানান, আহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আর্চারি একাডেমি স্টেডিয়াম ব্যবহারের অনুমতি নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। আনসার একাডেমির প্রশিক্ষণ কর্মকর্তা আইনুল হক বলেন, তিনি দায়িত্বে থাকলেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ডা. নাজিমের ছেলে প্রিন্স শ্রমিকদের খেলতে মৌখিক অনুমতি দেন। সাংবাদিকদের কাছে প্রিন্স নিজেও এ অনুমতির বিষয়টি স্বীকার করেছেন।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রিন্স এ অনুমতি দিয়েছেন, অথচ তার এ ধরনের ক্ষমতা নেই। জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প চলমান থাকা অবস্থায় সরকারি সংস্থার অনুমতি ছাড়াই স্টেডিয়াম ব্যবহারের সুযোগ দেওয়ায় প্রশ্ন উঠেছে।

এদিকে আনসার কর্মকর্তারা অভিযোগ করেছেন, সংঘর্ষের সময় স্টেডিয়ামে চলমান নির্মাণকাজের কিছু সামগ্রী লুট করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‌‌`খেলা নিয়ে সংঘর্ষের খবর পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।