ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগের সরকার সীমান্তে ছাড় দিলেও, এখন ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo শপথের আগে ওয়াশিংটনে হাজার হাজার মানুষের ট্রাম্প-বিরোধী বিক্ষোভ Logo সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার,রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি Logo স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন হাসিনা Logo জাবিতে মহিলা হলে বহিরাগত যুবক আটক Logo শীতে কাপছে পঞ্চগড়, একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে ৭.৯ ডিগ্রিতে নামল Logo একইস্থানে বিএনপির দু‘পক্ষের সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ Logo থানার ভেতরে পুলিশের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল Logo যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ব্যর্থ হলে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু

নির্বাচনে ভোটারদের ভয় দেখালে শাস্তি পেতে হবে: ইসি রাশেদা

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৬:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • 236

নির্বাচনে ভোটারদের ভয় দেখালে শাস্তি পেতে হবে: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কেউ ভোটারদের কোনো রকম ভয়-ভীতি প্রদর্শন করলে তাকে শাস্তির আওতায় আনার বিধান করেছে নির্বাচন কমিশন। সেই সাথে কোনো ভোটারকে রাতের আঁধারে ভয়-ভীতি প্রদর্শন করলে ভুক্তভোগী নিকটতম আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে তা জানাতে পারবে।’

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আরও বলেন, ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ পর্যায়ের প্রশাসনও এসব বিষয়ে বেশ আন্তরিক আছে। যথাসময়ে নির্বাচন হবে, ভোটের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই বলেও জানান নির্বাচন কমিশনার।

নির্বাচনকালীন বিএনপির অবরোধ কর্মসূচির বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, কে হরতাল দিবে আর কে অবরোধ কর্মসূচি দিবে এটা নিয়ে আমরা অগ্রিম কিছুই বলতে পারবো না। তবে এবারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত আছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ তৈরি আছে এবং থাকবে যেকোনো ভাবেই হোক। ভোটের পরিবেশ বিঘ্নিত হবে না।

এর আগে সকাল ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেন তিনি। উক্ত সভায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার ও সকল অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

জনপ্রিয় সংবাদ

আগের সরকার সীমান্তে ছাড় দিলেও, এখন ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ভোটারদের ভয় দেখালে শাস্তি পেতে হবে: ইসি রাশেদা

আপডেট সময় ০৬:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কেউ ভোটারদের কোনো রকম ভয়-ভীতি প্রদর্শন করলে তাকে শাস্তির আওতায় আনার বিধান করেছে নির্বাচন কমিশন। সেই সাথে কোনো ভোটারকে রাতের আঁধারে ভয়-ভীতি প্রদর্শন করলে ভুক্তভোগী নিকটতম আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে তা জানাতে পারবে।’

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আরও বলেন, ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ পর্যায়ের প্রশাসনও এসব বিষয়ে বেশ আন্তরিক আছে। যথাসময়ে নির্বাচন হবে, ভোটের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই বলেও জানান নির্বাচন কমিশনার।

নির্বাচনকালীন বিএনপির অবরোধ কর্মসূচির বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, কে হরতাল দিবে আর কে অবরোধ কর্মসূচি দিবে এটা নিয়ে আমরা অগ্রিম কিছুই বলতে পারবো না। তবে এবারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত আছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ তৈরি আছে এবং থাকবে যেকোনো ভাবেই হোক। ভোটের পরিবেশ বিঘ্নিত হবে না।

এর আগে সকাল ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেন তিনি। উক্ত সভায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার ও সকল অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।