চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।২৬ সদস্যের এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক সাঈদ বিন হাবিব এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহ জালাল হল সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না।
আজ বৃহস্পতিবার (১৮ দুপুর ২.৩০টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় প্যানেল পরিচিতি উপলক্ষে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল তুলে ধরেন নেতাকর্মীরা।
তফসিল অনুযায়ী চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১২ই অক্টোবর। মনোনয়নপত্র জমাদানের সর্বশেষ তারিখ ছিলো গতকাল ১৭ই সেপ্টেম্বর বিকাল ৩.৩০টা পর্যন্ত। আজ ১৮ই সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আগামী ২১শে সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩শে সেপ্টেম্বর। এরপর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫শে সেপ্টেম্বর।
ছাত্রশিবিরের “সম্প্রীতির শিক্ষার্থী জোট” প্যানেল
• সহ-সভাপতি (ভিপি): মো.ইব্রাহিম হোসেন রনি (ইতিহাস বিভাগ)
• সাধারণ সম্পাদক (জিএস): সাঈদ বিন হাবিব (ইতিহাস বিভাগ)
• সহ-সাধারণ সম্পাদক (এজিএস): সাজ্জাদ হোসেন মুন্না (ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ)
• খেলাধুলা ও ক্রিড়া সম্পাদক : মোহাম্মদ শাওন (ম্যানেজমেন্ট বিভাগ)
• সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মো.শাহ পরাণ মারুফ ( ইসলামিক স্টাডিস)
• সাহিত্য,সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক:- হারেজুল ইসলাম (আরবী বিভাগ)
• সহ-সাহিত্য,সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক :- জিহাদ হোসাইন (আরবী বিভাগ)
• দপ্তর সম্পাদক:- আব্দুল্লাহ আল নোমান
• সহ-দপ্তর সম্পাদক:- জান্নাতুল আদন নুসরাত (ইংরেজি বিভাগ)
• সমাজসেবা ও পরিবেশ সম্পাদক:- তাহসিনা রহমান (আই.ই.আর বিভাগ)
• গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক:- তানভীর আনজুম শোভন
• বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি সম্পাদক:- মাহবুবুর রহমান (সি.এস.ই ডিপার্টমেন্ট)
• ছাত্রী কল্যাণ সম্পাদক :- নাহিমা আক্তার দীপা (ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগ)
• সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক:- জান্নাতুল ফেরদৌস রিতা (ভুটানী ডিপার্টমেন্ট)
• স্বাস্থ্য বিষয়ক সম্পাদক:-আফনান হাসান ইমরান (এইচ.আর.এম বিভাগ)
• মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক:-মোনায়েম শরিফ (লোক প্রশাসন বিভাগ)
• ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক:- মেহেদী হাসান সোহান (প্রাণীবিদ্যা বিভাগ)
• যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক:-ইসহাক ভূঁইয়া (ইংরেজি বিভাগ)
• সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক:-ওবায়দুল্লাহ সালমান (মার্কেটিং বিভাগ)
• আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক:-ফজলে রাব্বি (আইন বিভাগ)
• পাঠাগার, ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক:- মাসুম বিল্লাহ (বাংলাদেশ স্টাডিজ বিভাগ)
•নির্বাহী সদস্য
১.জান্নাতুল ফেরদৌস সানজিদা (সমাজতত্ত্ব বিভাগ)
২.সালমান ফারসি (আই.ই.আর ডিপার্টপেন্ট)
৩.আকাশ দাস (সমাজতত্ত্ব বিভাগ)
৪.সোহানুর রহমান সোহান (ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ)
৫.আদনান শরীফ (ইসলামিক স্টাডিজ)
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এর পরপরই অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (চাকসু)। শিক্ষার্থীদের শিক্ষার মান, নাগরিক জীবনে সত্যিকারের নেতৃত্ব প্রদান ও অধিকার সম্পর্কে তাদের মতপ্রকাশের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে গঠিত হয়েছিল চাকসু। বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট নির্বাচন, ডিন নির্বাচন, শিক্ষক সমিতির নির্বাচন থেকে শুরু করে সব ধরনের নির্বাচন হলেও দীর্ঘ ৩৫ বছর ধরে বন্ধ হয়ে আছে চাকসুর নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা অজুহাত দেখিয়ে এ নির্বাচন বন্ধ রেখেছে।প্রতিষ্ঠার পর থেকে চাকসুর নির্বাচন মোট ৬ বার অনুষ্ঠিত হয়েছিল এবং ১৯৯০ সালের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত নির্বাচন ছিল সেই ধারার শেষ নির্বাচন। অবশেষে প্রায় ৩৫ বছর পর আগামী ১২অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।