ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাকসু প্রার্থীকে হেনস্তা করতে ফেইক আইডি খুলে অপপ্রচার Logo ছাত্রশিবিরকে নিয়ে দৈনিক ইনকিলাবের মিথ্যাচারপূর্ণ সংবাদের নিন্দা প্রকাশ Logo রাকসু নির্বাচন জরিপে শীর্ষ তিন পদেই এগিয়ে ছাত্রশিবির Logo চাকসুতে শীর্ষ ৩পদে এগিয়ে ছাত্রশিবির: সোচ্চারের জরীপ Logo দীর্ঘ অপেক্ষার অবসান, রাত পেরোলেই চাকসু নির্বাচন Logo শাজাহানপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির ১২ নেতাকর্মী Logo মাদাগাস্কারের রাষ্ট্রক্ষমতা দখল করলো সেনাবাহিনী Logo রাজধানীতে দুই দিনব্যাপী ফ্র্যাগরেন্স এক্সিবিশন শুরু শুক্রবার Logo ছন্দে থাকা ব্রাজিলকে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষা ঘুচালো জাপান Logo শিক্ষকদের আন্দোলনে জামায়াত, ইসলামী আন্দোলন সহ যেসব দল-সংগঠনের একাত্মতা প্রকাশ

উপস্থিত বুদ্ধিতে ডাকাতির কবল থেকে রক্ষা চালকের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 158

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের আড্ডা সড়কের নজরপুর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

একটি মাইক্রোবাস রহনপুর-নজরপুর সড়ক দিয়ে যাচ্ছে। পথে গাছ পড়ে থাকা দেখে চালক গাড়িটি রিভার্স করে। এমন সময় দেখতে পান রাস্তার পাশ থেকে কয়েকজন ব্যক্তি মুখ ঢাকা অবস্থায় রামদা হাতে প্রাইভেট কারটি লক্ষ্য করে এগিয়ে আসছে। এই সময় চালক রিভার্স গিয়ার ব্যবহার করে পেছনের দিকে উল্টো পথে চলতে থাকে। এভাবেই ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটি শেষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম। তবে সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ না থাকার কারণে ভুক্তভোগীদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, রহনপুর-আড্ডা সড়কে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। রাত ১০টার পর থেকে ভোররাত পর্যন্ত সড়কটিতে আতঙ্ক বিরাজ করে। মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা তৎপর হয়।

শাহিন আলম নামে এক যুবক বলেন, রহনপুর-আড্ডা সড়কে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। গত রোজাতে একটি বিয়ের গাড়িতে ডাকাতি চালানো হয়েছিল। সেসময় উক্ত বিয়ের বরযাত্রীর গাড়ি থেকে স্বর্ণালংকার লুটপাট করা হয়েছিল। পুলিশ নামমাত্র টহল দেয়। তাই এই সড়কে একটি পুলিশ বক্স ও চেকপোস্ট স্থাপন করলে ডাকাতি অনেক কমে যাবে।

সিফাত রানা নামে আরেকজন বলেন, রাত ১১টা বেজে গেলে ওই সড়ক দিয়ে চলাচল করা যায় না। আর গোমস্তাপুর থানার মাত্র একটি টহল গাড়ি আছে। ফলে যে রাস্তায় টহল দেয় তার বিপরীত সড়কে ডাকাতি চলে। এজন্য এই সড়কে দ্রুত চেকপোস্ট বা পুলিশ বক্স স্থাপনের দাবি জানাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, রহনপুরের আড্ডা সড়কে পুলিশের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। এছাড়া সিভিলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগণের ভয়ের কোনো কারণ নেই। পুলিশ বক্স স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

জনপ্রিয় সংবাদ

চাকসু প্রার্থীকে হেনস্তা করতে ফেইক আইডি খুলে অপপ্রচার

উপস্থিত বুদ্ধিতে ডাকাতির কবল থেকে রক্ষা চালকের

আপডেট সময় ০৬:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের আড্ডা সড়কের নজরপুর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

একটি মাইক্রোবাস রহনপুর-নজরপুর সড়ক দিয়ে যাচ্ছে। পথে গাছ পড়ে থাকা দেখে চালক গাড়িটি রিভার্স করে। এমন সময় দেখতে পান রাস্তার পাশ থেকে কয়েকজন ব্যক্তি মুখ ঢাকা অবস্থায় রামদা হাতে প্রাইভেট কারটি লক্ষ্য করে এগিয়ে আসছে। এই সময় চালক রিভার্স গিয়ার ব্যবহার করে পেছনের দিকে উল্টো পথে চলতে থাকে। এভাবেই ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটি শেষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম। তবে সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ না থাকার কারণে ভুক্তভোগীদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, রহনপুর-আড্ডা সড়কে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। রাত ১০টার পর থেকে ভোররাত পর্যন্ত সড়কটিতে আতঙ্ক বিরাজ করে। মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা তৎপর হয়।

শাহিন আলম নামে এক যুবক বলেন, রহনপুর-আড্ডা সড়কে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। গত রোজাতে একটি বিয়ের গাড়িতে ডাকাতি চালানো হয়েছিল। সেসময় উক্ত বিয়ের বরযাত্রীর গাড়ি থেকে স্বর্ণালংকার লুটপাট করা হয়েছিল। পুলিশ নামমাত্র টহল দেয়। তাই এই সড়কে একটি পুলিশ বক্স ও চেকপোস্ট স্থাপন করলে ডাকাতি অনেক কমে যাবে।

সিফাত রানা নামে আরেকজন বলেন, রাত ১১টা বেজে গেলে ওই সড়ক দিয়ে চলাচল করা যায় না। আর গোমস্তাপুর থানার মাত্র একটি টহল গাড়ি আছে। ফলে যে রাস্তায় টহল দেয় তার বিপরীত সড়কে ডাকাতি চলে। এজন্য এই সড়কে দ্রুত চেকপোস্ট বা পুলিশ বক্স স্থাপনের দাবি জানাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, রহনপুরের আড্ডা সড়কে পুলিশের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। এছাড়া সিভিলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগণের ভয়ের কোনো কারণ নেই। পুলিশ বক্স স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।