ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামালপুর জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক ও সাবেক ওয়ার্ড কাউন্সির গ্রেফতার Logo আগের মত মিডিয়া এখনো নিয়ন্ত্রিত: নাহিদ ইসলাম Logo সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে যা বলছে ভারত Logo ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম Logo ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি Logo এনসিপি-গণঅধিকার একীভূত হওয়ার গুঞ্জন, যা বলছেন নেতারা Logo আমাদের লাল বাস ট্র্যাকিং অ্যাপ উন্মুক্ত করতে যাচ্ছে ডাকসু নেতারা Logo ভারতের জলসীমানায় আটক ১৩ বাংলাদেশি Logo শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদ ইসলামের দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু Logo শিক্ষকদের ভাতা বাড়াতে অর্থ উপদেষ্টাকে শিক্ষা উপদেষ্টার চিঠি

আমাদের লাল বাস ট্র্যাকিং অ্যাপ উন্মুক্ত করতে যাচ্ছে ডাকসু নেতারা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 39

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহণ সংকট দূর করতে এবং সেবার মান উন্নয়নে নতুন পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দ

এই উদ্যোগের অংশ হিসেবে ১৭টি বাস রুটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় পরীক্ষামূলকভাবে উদ্বোধন করা হয়েছে বহুল প্রত্যাশিত বাস ট্র্যাকিং অ্যাপ ‘আমাদের লাল বাস’।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ভবনে অনুষ্ঠিত এ সভায় নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এবং ছাত্র পরিবহণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। রুটভিত্তিক প্রতিনিধিরা সেখানে অনাবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং খোলামেলা আলোচনায় অংশ নেন। আলোচনার সময় শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার, শাটল সার্ভিস চালু করা এবং রিকশা ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়েও প্রস্তাব উঠে আসে।

সভায় আলোচনার মূল বিষয় ছিল ঢাবির বাস ট্র্যাকিংয়ে জন্য অ্যাপ ‘আমাদের লাল বাস’-এর পরিচিতি। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই মোবাইল ফোনে রিয়েল-টাইমে বাসের অবস্থান জানতে পারবেন। এতে করে অপেক্ষার সময় কমবে এবং যাতায়াতে আরও সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

ডাকসুর ছাত্র পরিবহণ সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, বাস ট্র্যাকিং অ্যাপ চালুর বিষয়টি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। আমরা সে লক্ষ্যেই কাজ করেছি। আজ তার সফল পরীক্ষামূলক উদ্বোধন করতে পেরেছি। খুব শিগগিরই সব রুটে এই সুবিধা চালু করা হবে।

অন্যদিকে, বিভিন্ন রুটের প্রতিনিধি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ প্রযুক্তি চালু হলে শিক্ষার্থীদের হয়রানি অনেকটা কমবে। একইসঙ্গে পরিবহণ সংক্রান্ত অন্য সমস্যাগুলোর সমাধানেও তারা ডাকসুর নতুন কমিটিকে সহযোগিতা করার আশ্বাস দেন।

ঢাকাভয়েস/২৪জেএ

 

জনপ্রিয় সংবাদ

জামালপুর জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক ও সাবেক ওয়ার্ড কাউন্সির গ্রেফতার

আমাদের লাল বাস ট্র্যাকিং অ্যাপ উন্মুক্ত করতে যাচ্ছে ডাকসু নেতারা

আপডেট সময় ০১:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহণ সংকট দূর করতে এবং সেবার মান উন্নয়নে নতুন পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দ

এই উদ্যোগের অংশ হিসেবে ১৭টি বাস রুটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় পরীক্ষামূলকভাবে উদ্বোধন করা হয়েছে বহুল প্রত্যাশিত বাস ট্র্যাকিং অ্যাপ ‘আমাদের লাল বাস’।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ভবনে অনুষ্ঠিত এ সভায় নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এবং ছাত্র পরিবহণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। রুটভিত্তিক প্রতিনিধিরা সেখানে অনাবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং খোলামেলা আলোচনায় অংশ নেন। আলোচনার সময় শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার, শাটল সার্ভিস চালু করা এবং রিকশা ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়েও প্রস্তাব উঠে আসে।

সভায় আলোচনার মূল বিষয় ছিল ঢাবির বাস ট্র্যাকিংয়ে জন্য অ্যাপ ‘আমাদের লাল বাস’-এর পরিচিতি। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই মোবাইল ফোনে রিয়েল-টাইমে বাসের অবস্থান জানতে পারবেন। এতে করে অপেক্ষার সময় কমবে এবং যাতায়াতে আরও সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

ডাকসুর ছাত্র পরিবহণ সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, বাস ট্র্যাকিং অ্যাপ চালুর বিষয়টি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। আমরা সে লক্ষ্যেই কাজ করেছি। আজ তার সফল পরীক্ষামূলক উদ্বোধন করতে পেরেছি। খুব শিগগিরই সব রুটে এই সুবিধা চালু করা হবে।

অন্যদিকে, বিভিন্ন রুটের প্রতিনিধি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ প্রযুক্তি চালু হলে শিক্ষার্থীদের হয়রানি অনেকটা কমবে। একইসঙ্গে পরিবহণ সংক্রান্ত অন্য সমস্যাগুলোর সমাধানেও তারা ডাকসুর নতুন কমিটিকে সহযোগিতা করার আশ্বাস দেন।

ঢাকাভয়েস/২৪জেএ