চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন দৃষ্টিপ্রতিবন্ধী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চাকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আকাশ দাশ। তিনি ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ সময় আকাশ দাশ গণমাধ্যমকে বলেন, “আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী হয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। আমি এ জন্য নির্বাচন করছি। এখানে ধর্ম বলে কথা নাই। আমাকে দেখতে হচ্ছে, আদর্শের ভিত্তিতে কারা এগিয়ে আছে? বাংলাদেশের রাজনীতিতে ছাত্র সংগঠনগুলোর মাঝে বিভাজন আছে। কিন্তু ছাত্রশিবিরকে কখনোই আমি এমন বিভাজনে দেখিনি।”
তিনি বলেন, “প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। একাডেমিক সমস্যার সম্মুখীন হলেও ইসলামী ছাত্রশিবিরকেই আগে পাশে পাই। এজন্য অন্যান্য প্যানেলে না গিয়ে ছাত্রশিবিরের প্যানেলকেই আমার জন্য উপযোগী মনে হয়েছে।”
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “শিবিরের প্যানেল চূড়ান্ত হয়ে গেছে। আজকে (বুধবার) প্যানেল ঘোষণার কথা থাকলেও অনিবার্য কারণে হয়নি। আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হবে। আমাদের প্যানেলটি অন্তর্ভুক্তিমূলকভাবে সাজানো হয়েছে।”