জামালপুরে সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মাবিয়া আক্তার রিক্তা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বের) বিকালে মেষ্টা ইউনিয়নের হাজিপুর ফকিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলেন, জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভানেত্রী ও মেষ্টা ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মাবিয়া আক্তার রিক্তা জুলাই-আগষ্টের ঘটনার পর দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়।
তদন্ত সাপেক্ষে মামলা দায়ের করে আগামীকাল (১৮ সেপ্টেম্বের) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
বাঁধন হোসেন, জামালপুর