আইসিসি’র সর্বশেষ টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। ২০২৫ সালে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি উঠেছেন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলারের আসনে।
৩৪ বছর বয়সী বরুণ ভারতের মাত্র তৃতীয় বোলার, যিনি টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষে উঠলেন। এর আগে জসপ্রিত বুমরা ও রবি বিষ্ণোই গড়েছিলেন এ কীর্তি।
গত এক বছরে নিয়মিত একাদশে জায়গা করে নেওয়া বরুণ ইংল্যান্ডের বিপক্ষে বছরের শুরুতে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট নেওয়ার পর থেকেই আলোচনায় ছিলেন। চলতি এশিয়া কাপে তিনি দু’টি ম্যাচে (ইউএই ও পাকিস্তানের বিপক্ষে) সমান দুটি উইকেট নিয়েছেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইউএইয়ের বিপক্ষে ১/৪ ও পাকিস্তানের বিপক্ষে ১/২৪, অসাধারণ বোলিং পারফরম্যান্স শীর্ষে তুলেছে বরুণকে। ফলে তিন ধাপ এগিয়ে প্রথমবার এক নম্বরে উঠেছেন তিনি। এসময় নিউজিল্যান্ডের পেসার জেকব ডাফি নেমে গেছেন দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে অপরিবর্তিত আছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, আর চতুর্থ স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।
এছাড়া শ্রীলঙ্কার নুয়ান তুষারা (৬ষ্ঠ), পাকিস্তানের সুফিয়ান মুকিম (১১তম) ও আবরার আহমেদ (১৬তম) এগিয়েছেন তালিকায়। ভারতের কুলদীপ যাদব ১৬ ধাপ লাফিয়ে উঠে গেছেন ২৩তম স্থানে।
ব্যাটারদের তালিকাতেও পরিবর্তন এসেছে। ভারতের অভিষেক শর্মা নিজের ক্যারিয়ার সেরা পয়েন্ট পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ৩১ রানের ইনিংসের পর তিনি এক নম্বর ব্যাটসম্যান হিসেবেই অবস্থান করছেন। তবে ইংল্যান্ডের ফিল সল্ট (২য়) ও জস বাটলার (৩য়) তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন।
দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস (১১তম) ও এইডেন মার্করাম (৩০তম), শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা (৬ষ্ঠ), আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ (১৯তম), বাংলাদেশের তানজিদ হাসান (৩৫তম) ও ভারতের শুভমান গিল (৩৯তম) তালিকায় উন্নতি করেছেন।
অলরাউন্ডারদের তালিকায় ভারতের হার্দিক পান্ডিয়া শীর্ষেই আছেন। পাকিস্তানের সাইম আয়ুব (৫ম) ও অভিষেক শর্মা (১৪তম) চার ধাপ এগিয়েছেন।