ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ-৬ আসনে নৌকার একমাত্র প্রার্থী পাপন

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১২:৩৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • 248

কিশোরগঞ্জ-৬ আসনে নৌকার একমাত্র প্রার্থী পাপন

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে একাই আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন নাজমুল হাসান পাপন। এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শেষ হয়েছে। সেই হিসেবে তিনি এই আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনের অনুমতি পেতে যাচ্ছেন।

জেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল আলম কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আসন থেকে আওয়ামী লীগের পক্ষে শুধুমাত্র নাজমুল হাসান পাপনই মনোনয়নপত্র কিনে সেটি পূরণ করে জমা দিয়েছেন। আর কেউ আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনেনি।

নাজমুল হাসান পাপন প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জিল্লুর রহমান।

২০০৯ সালে দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে তার ছেলে নাজমুল হাসান পাপন বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া বলেন, দেশের বিভিন্ন আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে একটি আসনের বিপরীতে একাধিক মনোনয়নপত্র জমা পড়েছে। কিন্তু এ আসনে আমাদের সকলের ভরসা, আস্থা ও ভালবাসার জায়গায় রয়েছেন নাজমুল হাসান পাপন। তাইতো মনোনয়ন যুদ্ধে কেও তার বিরুদ্ধে আসেনি। আমরা আশাবাদী এবারো এই আসন থেকে তিনি বিপুল ভোটে জয়ী হবেন এবং শেখ হাসিনার হাত আরও শক্তিশালী করবেন।

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ-৬ আসনে নৌকার একমাত্র প্রার্থী পাপন

আপডেট সময় ১২:৩৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে একাই আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন নাজমুল হাসান পাপন। এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শেষ হয়েছে। সেই হিসেবে তিনি এই আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনের অনুমতি পেতে যাচ্ছেন।

জেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল আলম কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আসন থেকে আওয়ামী লীগের পক্ষে শুধুমাত্র নাজমুল হাসান পাপনই মনোনয়নপত্র কিনে সেটি পূরণ করে জমা দিয়েছেন। আর কেউ আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনেনি।

নাজমুল হাসান পাপন প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জিল্লুর রহমান।

২০০৯ সালে দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে তার ছেলে নাজমুল হাসান পাপন বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া বলেন, দেশের বিভিন্ন আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে একটি আসনের বিপরীতে একাধিক মনোনয়নপত্র জমা পড়েছে। কিন্তু এ আসনে আমাদের সকলের ভরসা, আস্থা ও ভালবাসার জায়গায় রয়েছেন নাজমুল হাসান পাপন। তাইতো মনোনয়ন যুদ্ধে কেও তার বিরুদ্ধে আসেনি। আমরা আশাবাদী এবারো এই আসন থেকে তিনি বিপুল ভোটে জয়ী হবেন এবং শেখ হাসিনার হাত আরও শক্তিশালী করবেন।