এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে। জিততে আফগানিস্তানকে করতে হবে ১৫৫ রান।
টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। ৬.৩ ওভারেই তারা তুলে ফেলেন ৬৩ রান। এই হারে ফিরেন আজ একাদশে সুযোগ পাওয়া সাইফ। তিনি ২৮ বলে ২টি চারও ১ ছক্কায় করেন ৩০ রান। এরপর ৮৭ রানের মাথায় আউট হন লিটন দাস। আজ তিনি ৯ রানের বেশি করতে পারেননি।
তবে ফিফটি তুলে নেন তানজিদ। তিনি ফিফটি করেই অবশ্য সাজঘরে ফেরেন। দলীয় ১০৪ রানের মাথায় ৩১ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫২ করেন তানজিদ।
১২১ রানের মাথায় আউট হন শামীম হোসেন পাটোয়ারী। তিনি ১১ বলে ২ চারে ১১ রান করেন। ১৩৯ রানের মাথায় ফিরেন তাওহীদ হয়। ২০ বলে ১টি চার ও ১ ছক্কায় ২৬ রান করেন তিনি। সেখান থেকে জাকের আলী ও নুরুল হাসান সোহান অপরাজিত থেকে দলকে ১৫৪ রানের সংগ্রহ এনে দেন। সোহান ৬ বলে ২ চারে ১২ রানে ও জাকের ১৩ বলে ১ চারে ১২ রানে অপরাজিত থাকেন।
বল হাতে আফগানিস্তানের নুর আহমদ ৪ ওভারে ২৩ রান দিয়ে ২টি উইকেট নেন। রশিদ খান ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২টি উইকেট। আজমতউল্লাহ ওমরজাই ৩ ওভারে ১৯ রান দিয়ে নেন ১ উইকেট।