ঢাকার সাভারে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়েছে । এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার সাভারের এনাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যার পর সাভারের উলাইল এলাকায় ডিপজল পাইকারি বাজারের সামনের ভাসমান দোকানে চাঁদার টাকা তুলতে আসে দুই যুবক। দোকানিরা এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই দুই যুবক হট্টগোল শুরু করে। এতে আশেপাশের অন্য দোকানিরাও এগিয়ে আসেন। ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজ ওই দুই যুবক মার্কেটের এক কর্মকর্তাকে ধরে নিয়ে রিকশায় তোলার চেষ্টা করেন। এ সময় ব্যবসায়ীরা একত্রিত হয়ে দুই যুবককে গণধোলাই দেয়।
পরে চাঁদাবাজদের লোকজন এসে মার্কেটের এক কর্মকর্তা’সহ ৭/৮ জনকে পিটিয়ে আহত করে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে ব্যবসায়ীদের গণধোলাইয়ে আহত দুই চাঁদাবাজকে পলাশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশ অনিচ্ছুক ডিপজল মার্কেটের এক কর্মকর্তা বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা এখন অসহায়। যখন তখন বিভিন্ন পক্ষ চাঁদা নিতে আসে। এদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
এদিকে, আহত ওই দুই যুবক চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে বলেন, তারা চাঁদা বন্ধ করতে সেখানে গিয়েছিলেন। অথচ তাদের মারধর করা হয়েছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, চাঁদাবাজি ও মারামারির ঘটনায় অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।