ঢাকার ধামরাই উপজেলায় বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে আমতা ইউনিয়নের বাউখন্ড বড় নারায়ণপুর এলাকায় কাওলীপাড়া তদন্ত কেন্দ্রের এএসআই মো. সফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃত নারী রুপালী আক্তার (পিতা: আবুল হোসেন) বড় নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
এএসআই সফিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রুপালী আক্তার ইয়াবা কেনাবেচা করছে। বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করার পর সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালাই। এ সময় তাকে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।