বাগেরহাটে সংসদীয় আসন ফিরিয়ে দেয়ার দাবিতে জেলাজুড়ে তিনদিনের হরতাল কর্মসূচির প্রথম দিন চলছে।এতে দূরপাল্লার পরিবহন ও ট্রাক ছাড়া তিন চাকার যানবাহন ও মোটরসাইকেল চলাচল করত পারবে। সরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাট খোলা থাকবে বলে জানিয়েছে সম্মিলিত সংগ্রাম কমিটির আহ্বায়ক এমএ সালাম।
এর আগে গত রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন কমিটির যুগ্ম আহ্বায়ক এমএ সালাম।
প্রসঙ্গত, গত জুলাই মাসের ৩০ তারিখে নির্বাচন কমিশন ভোটার সংখ্যা কম হওয়ায় রামপাল -মোংলা নিয়ে গঠিত বাগেরহাট- ৩ আসন কমিয়ে গাজীপুরে নতুন আসন করার ঘোষণা দেয়। এরপর বাগেরহাটের রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ ফুঁসে উঠে। গত ২৫ আগস্ট নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এ বিষয়ে শুনানিও করে। কিন্তু তাতো কোন কাজে হয়নি। অবশেষে বাগেরহাটে ৪টি আসন থেকে ৩টি আসন চুড়ান্ত করে গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হয়।