বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজে স্মার্ট মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ ড. মতিউর রহমান বুধবার (২৩ নভেম্বর) এই নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ জারি করেছেন।
তবে, অনার্স অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা এই নোটিশের আওতায় বাইরে থাকবে। বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ ড. মতিউর রহমান বলেন, শ্রেণীকক্ষে পাঠদান চলাকালে কিছু ছাত্র-ছাত্রী অনুপস্থিত থেকে ক্যাম্পাসে স্মার্টফোন ব্যবহার করছে। পাঠদানে উপস্থিতি বাড়াতে এ নোটিশ দেওয়া হয়েছে।
তবে, জরুরি প্রয়োজনে বাটন ফোন ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা। এ ছাড়া, কলেজের বাইরে স্মার্টফোন ব্যবহার করতে পারবে তারা। এদিকে, কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। একাধিক অভিভাবক জানান, স্মার্টফোন ব্যবহার করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। কলেজ কর্তৃপক্ষের এমন উদ্যোগ আরও আগেই নেওয়া উচিৎ ছিল।