ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: বেতন কমিশন চেয়ারম্যান Logo আশুলিয়ায় ভাড়া বাসা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার Logo ‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে’ Logo কাঠগড়ায় মতিউরকে স্ত্রীর ধমক, বললেন, তোমার জন্য এসব হয়েছে Logo দীর্ঘ ১৮ বছর পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর Logo শাকসু নির্বাচন কবে, জানালেন উপাচার্য Logo রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ Logo রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আ.লীগের ৯ নেতাকর্মী আটক Logo ‘যে ক্যাম্পাসের ওয়াশরুমে নামাজ পড়েছি সেই ক্যাম্পাসে আজ আল্লাহু আকবার ধ্বনি’ Logo বাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেয়নি ছাত্রদল

শাকসু নির্বাচন কবে, জানালেন উপাচার্য

দীর্ঘ ২৭ বছরের অবসান ঘটিয়ে আলোর দেখা পাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হচ্ছে। আমরা আশা করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিগগিরই শাকসু নির্বাচন হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অংশীজন, বিশেষ করে শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন। নির্বাচন উপলক্ষে তারা যদি সংঘাতে জড়ায় কিংবা পাঠদানের ব্যাঘাত ঘটে, তাহলে ক্ষতি হবে। তাই আশা করব লেখাপড়ার পাশাপাশি তারা উৎসবের আমেজে নির্বাচনে অংশগ্রহণ করবে। এর মাধ্যমে তারা নির্বাচিত প্রতিনিধি পাবে, তাদের দাবি প্রশাসনকে জানাতে পারবে, আদায় করে নিতে পারবে।

নির্বাচনের সময় সূচি জানতে চাইলে উপাচার্য বলেন, ক্যাম্পাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলতেছে এবং পূজার ছুটি শুরু হবে। অক্টোবরের ১৫ তারিখের দিকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা প্রায় শেষ হবে। আমরা আশা করছি, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের। এ ক্ষেত্রে দুই–তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। পাশাপাশি হল সংসদের গঠনতন্ত্রের কাজ সম্পন্ন হয়নি, তা সম্পন্ন করা হবে। এ ছাড়া নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ নির্বাচন কমিশন প্রকাশ করবে।

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: বেতন কমিশন চেয়ারম্যান

শাকসু নির্বাচন কবে, জানালেন উপাচার্য

আপডেট সময় ০৭:৫১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ ২৭ বছরের অবসান ঘটিয়ে আলোর দেখা পাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হচ্ছে। আমরা আশা করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিগগিরই শাকসু নির্বাচন হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অংশীজন, বিশেষ করে শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন। নির্বাচন উপলক্ষে তারা যদি সংঘাতে জড়ায় কিংবা পাঠদানের ব্যাঘাত ঘটে, তাহলে ক্ষতি হবে। তাই আশা করব লেখাপড়ার পাশাপাশি তারা উৎসবের আমেজে নির্বাচনে অংশগ্রহণ করবে। এর মাধ্যমে তারা নির্বাচিত প্রতিনিধি পাবে, তাদের দাবি প্রশাসনকে জানাতে পারবে, আদায় করে নিতে পারবে।

নির্বাচনের সময় সূচি জানতে চাইলে উপাচার্য বলেন, ক্যাম্পাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলতেছে এবং পূজার ছুটি শুরু হবে। অক্টোবরের ১৫ তারিখের দিকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা প্রায় শেষ হবে। আমরা আশা করছি, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের। এ ক্ষেত্রে দুই–তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। পাশাপাশি হল সংসদের গঠনতন্ত্রের কাজ সম্পন্ন হয়নি, তা সম্পন্ন করা হবে। এ ছাড়া নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ নির্বাচন কমিশন প্রকাশ করবে।