ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে Logo চবির আবাসিক হলে ছাত্রদল প্যানেলের প্রার্থীর কক্ষে দুই বহিরাগত সনাক্ত Logo পাকিস্তানের ২৫ ঘাঁটি দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের Logo ‘আগে শিক্ষার্থীরা নেতাদের গুনে চলতে হতো, রাকসু হওয়ার পর নেতৃত্ব দিতে শিখবে’ Logo সারাদেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু Logo ময়মনসিংহ বিভাগের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ Logo জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহছানুল হক Logo আজ থেকে শুরু শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি,আসছে কর্মবিরতির ঘোষণা Logo সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানাই: জামায়াত আমির Logo ডিজিএফআই বিলুপ্তের পরিকল্পনা নেই : প্রেস সচিব

পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে

পাবনায় সংসদীয় আসন-১ পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে উপজেলাজুড়ে হরতাল কর্মসূচি চলছে।

হরতাল কর্মসূচিতে বিভিন্ন মোড়ে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। একইভাবে বন্ধ রাখা হয়েছে নগরবাড়ি বন্দর, বৃশালিখা ও কাজিরহাট ঘাটও। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সরেজমিন দেখা যায়, বেড়ার সিঅ্যান্ডবি ও কাশিনাথপুর মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে জ্বালানো হয়েছে টায়ার। অ্যাম্বুলেন্স ও শিশুখাদ্য, কাঁচামালের গাড়ি ছাড়া সব ধরনের যানবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে ঢাকাগামী বা দূরপাল্লার কোনো যানবাহন এ রুটে চলাচল করতে দেখা যায়নি।

অনেক যাত্রী পূর্বে টিকিট কেটে রাখলেও তারা বাস বা কাঙ্ক্ষিত যানে গন্তব্যে যেতে পারছেন না। হরতাল উপেক্ষা করে সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়কসহ বিভিন্ন রুটে রওনা দেওয়া মালবাহী ট্রাকগুলো বেড়া সিঅ্যান্ডবি মোড়ে আটকে দিয়েছেন বিক্ষোভকারীরা। এ ছাড়া একটি বাস ও ১০-১২টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে বলেও জানা গেছে।

পাবনা এক্সপ্রেসের কাউন্টার মাস্টার সিহাব সরদার বলেছেন, কাল টিকিট নিয়েছিল এমন ১৪-১৫ যাত্রীকে সকালে টাকা ফেরত দিতে হয়েছে। সিরাজগঞ্জ, কুষ্টিয়া, যশোর, বগুড়া, ঢাকাসহ বিভিন্ন জেলাগামী অনেক মালবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। সব গাড়ি বন্ধ। শুধু জরুরি সেবা অ্যাম্বুলেন্স ও কাঁচামালের গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তা ছাড়া দোকানপাটসহ সব বন্ধ। তারাও এ আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।

বিক্ষোভকারীরা জানায়, একটি দলের রাজনৈতিক স্বার্থে পাবনা-১ আসন থেকে বেড়াকে বাদ দিয়ে পাবনা-২ আসনে যুক্ত করা হয়েছে। এটি আমরা মানি না। এর জেরেই তারা ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ হরতালের ডাক দিয়েছি। দাবি না মানা হলে এ আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে এ হরতালকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম ও বেড়া মডেল থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বেড়া সিঅ্যান্ডবি মোড় পরিদর্শন করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ট্যাগস :

সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে

পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে

আপডেট সময় ০২:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

পাবনায় সংসদীয় আসন-১ পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে উপজেলাজুড়ে হরতাল কর্মসূচি চলছে।

হরতাল কর্মসূচিতে বিভিন্ন মোড়ে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। একইভাবে বন্ধ রাখা হয়েছে নগরবাড়ি বন্দর, বৃশালিখা ও কাজিরহাট ঘাটও। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সরেজমিন দেখা যায়, বেড়ার সিঅ্যান্ডবি ও কাশিনাথপুর মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে জ্বালানো হয়েছে টায়ার। অ্যাম্বুলেন্স ও শিশুখাদ্য, কাঁচামালের গাড়ি ছাড়া সব ধরনের যানবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে ঢাকাগামী বা দূরপাল্লার কোনো যানবাহন এ রুটে চলাচল করতে দেখা যায়নি।

অনেক যাত্রী পূর্বে টিকিট কেটে রাখলেও তারা বাস বা কাঙ্ক্ষিত যানে গন্তব্যে যেতে পারছেন না। হরতাল উপেক্ষা করে সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়কসহ বিভিন্ন রুটে রওনা দেওয়া মালবাহী ট্রাকগুলো বেড়া সিঅ্যান্ডবি মোড়ে আটকে দিয়েছেন বিক্ষোভকারীরা। এ ছাড়া একটি বাস ও ১০-১২টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে বলেও জানা গেছে।

পাবনা এক্সপ্রেসের কাউন্টার মাস্টার সিহাব সরদার বলেছেন, কাল টিকিট নিয়েছিল এমন ১৪-১৫ যাত্রীকে সকালে টাকা ফেরত দিতে হয়েছে। সিরাজগঞ্জ, কুষ্টিয়া, যশোর, বগুড়া, ঢাকাসহ বিভিন্ন জেলাগামী অনেক মালবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। সব গাড়ি বন্ধ। শুধু জরুরি সেবা অ্যাম্বুলেন্স ও কাঁচামালের গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তা ছাড়া দোকানপাটসহ সব বন্ধ। তারাও এ আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।

বিক্ষোভকারীরা জানায়, একটি দলের রাজনৈতিক স্বার্থে পাবনা-১ আসন থেকে বেড়াকে বাদ দিয়ে পাবনা-২ আসনে যুক্ত করা হয়েছে। এটি আমরা মানি না। এর জেরেই তারা ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ হরতালের ডাক দিয়েছি। দাবি না মানা হলে এ আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে এ হরতালকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম ও বেড়া মডেল থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বেড়া সিঅ্যান্ডবি মোড় পরিদর্শন করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।