বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জনাব নুরুল ইসলাম সাদ্দাম বলেন,আগামীতে পৃথিবী মেধাবীরা নেতৃত্ব দিবে এজন্য আমাদের পৃথিবী পরিচালনা যোগ্য করে গড়ে উঠতে হবে, অযোগ্যরা নেতৃত্ব দিলে, নেতৃত্বের ব্যালেন্স হারিয়ে যায়, যোগ্য নেতৃত্ব মাধ্যমে পৃথিবীর ভারসাম্য বজায় থাকে।
১৩ সেপ্টেম্বর (শনিবার ) সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফেনী শহর শাখা আয়োজিত উপশাখা প্রতিনিধি সমাবেশে তিনি এ কথা বলেন।
ফেনী শহর শাখা সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় এবং শাখা সভাপতি ওমর ফারুকের পরিচালনায় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম আবু মুসা, শহর অফিস সম্পাদক মীর মোহাম্মদ জিলানী, প্রচার সম্পাদক এনামুল হক, আইন সম্পাদক নুর হোসেন, প্রকাশনা সম্পাদক নাজমুল হক সহ শহর নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শিবির সেক্রেটারি আরো বলেন, ” সৎ নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো কথা ও কাজের মিল থাকা,নিয়মিত দান সদকা করে, অসহায় দের আহার করানো, মাদক নির্মূলে কাজ করে যাওয়া, শিক্ষা সম্প্রসারণে সহযোগিতা করা, প্রতিটা মানুষকে সম্পদে রূপান্তর করা।