ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাবনা Logo বাড়ল সয়াবিন তেলের দাম Logo পুলিশ ফ্যাসিবাদী কায়দায় শিক্ষকদের ওপর হামলা করেছে-সাদিক কায়েম Logo শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার Logo বগুড়ায় খাস জমি দখলে আ’মী লীগ নেতা, প্রশাসনের নীরব ভূমিকা Logo আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে পিআরের পক্ষে নই- জামালপুরে সারজিস আলম Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৬ অক্টোবর,যে ভাবে দেখবেন Logo ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “সমাবর্তন” অনুষ্ঠান Logo ঢাবির ছাত্রাবাসের সামনে সংঘর্ষ, নেপথ্যে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীর দোকান Logo আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

তা’মীরুল মিল্লাত টঙ্গীতে আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান সম্পন্ন

দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গীতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির নবীন শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) মাদরাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় দুই হাজারেরও বেশি নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মনিরুজ্জামান ভুঁইয়া এবং মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম. এম. আল মিনহাজও অনুষ্ঠানে যোগ দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সবক প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ যাইনুল আবেদীন। উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাদরাসার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “বাংলাদেশে বর্তমানে শিক্ষার্থীদের নৈতিক মানের অবনতি হচ্ছে। তাই শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে শিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধান করতে হবে। আমরা বিশ্বাস করি, এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে রাজনীতি, প্রশাসন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, “বিভিন্ন প্রতিকূলতা জয় করে এই প্রতিষ্ঠান দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।” তিনি দেশের ইতিহাসে মাদরাসার গৌরবোজ্জ্বল ভূমিকার কথাও তুলে ধরেন।

অন্যদিকে, যুগ্ম সচিব মুহাম্মদ মনিরুজ্জামান ভুঁইয়া ঘোষণা দেন যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা’মীরুল মিল্লাত মাদরাসায় দুটি নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে, যা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে মাইলফলক হবে।

সকাল ৯টায় শুরু হওয়া এই অনুষ্ঠান দুপুর ১২টায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।

জনপ্রিয় সংবাদ

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাবনা

তা’মীরুল মিল্লাত টঙ্গীতে আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান সম্পন্ন

আপডেট সময় ০৯:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গীতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির নবীন শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) মাদরাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় দুই হাজারেরও বেশি নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মনিরুজ্জামান ভুঁইয়া এবং মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম. এম. আল মিনহাজও অনুষ্ঠানে যোগ দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সবক প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ যাইনুল আবেদীন। উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাদরাসার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “বাংলাদেশে বর্তমানে শিক্ষার্থীদের নৈতিক মানের অবনতি হচ্ছে। তাই শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে শিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধান করতে হবে। আমরা বিশ্বাস করি, এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে রাজনীতি, প্রশাসন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, “বিভিন্ন প্রতিকূলতা জয় করে এই প্রতিষ্ঠান দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।” তিনি দেশের ইতিহাসে মাদরাসার গৌরবোজ্জ্বল ভূমিকার কথাও তুলে ধরেন।

অন্যদিকে, যুগ্ম সচিব মুহাম্মদ মনিরুজ্জামান ভুঁইয়া ঘোষণা দেন যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা’মীরুল মিল্লাত মাদরাসায় দুটি নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে, যা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে মাইলফলক হবে।

সকাল ৯টায় শুরু হওয়া এই অনুষ্ঠান দুপুর ১২টায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।