দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়পত্র জমা দেওয়ার পর আওয়ামী লীগের কার্যালয়ে গেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাকিব সাক্ষাৎ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন সাকিব। আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা গেছে, সাকিব আল হাসান সন্ধ্যা ৬টায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন।
তিনি ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বের হয়ে যান। দলের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে প্রায় ৩০ মিনিট সাকিবের কথা হয়। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে গত শনিবার (১৮ নভেম্বর) ৩টি আসনের জন্য মনোনয়নপত্র কেনেন সাকিব আল হাসান। তিন আসন ছিল মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০।