ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকার মাহফুজদের ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে: নাহিদ Logo জাকসু নির্বাচন: ভিপি আব্দুর রশিদ জিতু , জিএস মাজহারুল ইসলাম Logo যুগপৎ কর্মসূচি থেকে সরে দাঁড়াল এনসিপি Logo পিরোজপুরে জামায়াতের শতাধিক ট্রলার নিয়ে নৌবহর, নেতৃত্বে সাঈদীপুত্র Logo জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করা সেই শিক্ষিকা বঙ্গবন্ধু পরিষদের নেত্রী Logo ‘জাকসুতে ভোট কারচুপির প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব- নির্বাচন কমিশনার Logo পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলাম আটক Logo সাতক্ষীরার সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ বাংলাদেশি হস্তান্তর Logo নেপালে আন্দোলনে নামতে চেয়েছিলেন ফুটবল তারকা জামাল Logo  জাকসু নির্বাচনের ফল ঘোষণার সময় জানালো নির্বাচন কমিশনার

আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘স্মার্ট হাসান’ আটক

রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসানকে (৩৮) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর শেরেবাংলা নগর সেনা ক্যাম্পের টহল দল বিশেষ অভিযানে তাকে আটক করে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট জানা যায় মেহেদী হাসান রাজধানীর বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। সংগৃহীত টাকা তিনি পাঠাতেন বহিষ্কৃত যুবদল নেতা ও বর্তমানে পলাতক গডফাদার জাহিদ হোসেন মোড়লের কাছে। সময়মতো চাঁদা না দেয়ায় তার সহযোগীরা কয়েকজন অ্যাম্বুলেন্স মালিককে মারধরও করে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে হাসান আত্মগোপনে চলে যান।

বিশ্বস্ত সূত্রে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর সেনাবাহিনীর একটি টহল দল প্রযুক্তির সহায়তায় আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে শেরে বাংলানগর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা বলেন, হাসান ওরফে স্মার্ট হাসানের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। তাকে আটকের জন্য আমাদের টহল দলগুলো নিয়মিত অভিযান চালিয়েছে। অবশেষে প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে সেনাবাহিনীর হাতে হাসান গ্রেপ্তারের খবর পেয়ে পূর্বে তার বিরুদ্ধে জিডি ও অভিযোগকারীরা ইতোমধ্যে শেরেবাংলা নগর থানায় মামলা করতে গেছেন।

জনপ্রিয় সংবাদ

সরকার মাহফুজদের ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে: নাহিদ

আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘স্মার্ট হাসান’ আটক

আপডেট সময় ০৭:৩০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসানকে (৩৮) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর শেরেবাংলা নগর সেনা ক্যাম্পের টহল দল বিশেষ অভিযানে তাকে আটক করে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট জানা যায় মেহেদী হাসান রাজধানীর বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। সংগৃহীত টাকা তিনি পাঠাতেন বহিষ্কৃত যুবদল নেতা ও বর্তমানে পলাতক গডফাদার জাহিদ হোসেন মোড়লের কাছে। সময়মতো চাঁদা না দেয়ায় তার সহযোগীরা কয়েকজন অ্যাম্বুলেন্স মালিককে মারধরও করে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে হাসান আত্মগোপনে চলে যান।

বিশ্বস্ত সূত্রে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর সেনাবাহিনীর একটি টহল দল প্রযুক্তির সহায়তায় আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে শেরে বাংলানগর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা বলেন, হাসান ওরফে স্মার্ট হাসানের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। তাকে আটকের জন্য আমাদের টহল দলগুলো নিয়মিত অভিযান চালিয়েছে। অবশেষে প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে সেনাবাহিনীর হাতে হাসান গ্রেপ্তারের খবর পেয়ে পূর্বে তার বিরুদ্ধে জিডি ও অভিযোগকারীরা ইতোমধ্যে শেরেবাংলা নগর থানায় মামলা করতে গেছেন।