ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo সুপার ফোরে উঠতে পারে বাংলাদেশ, আশাবাদী শোয়েব মালিক Logo চিরনিদ্রায় শায়িত জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস Logo বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: দুলু Logo জাকসু: অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, সরে দাঁড়ালেন জাকসু নির্বাচন কমিশনার Logo অবশেষে নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি, রাতেই শপথ Logo চাঁদা না দেওয়ায় ইমামকে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ Logo ম্যানুয়াল পদ্ধতিতেই চলবে ভোট গণনা, ফলাফল আজকের মধ্যেই Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২/১টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে কী হলো, না হলো তাতে কোনো প্রভাব ফেলবে না। কয়েক হাজার ছাত্রের রায় আর ৬৮টি হাজার গ্রাম-বাংলার মানুষের রায় এক নয়। দেশের সাধারণ মানুষ বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে।

আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেই সকলে দেখতে পাবে দেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার গঠনের জন্য কীভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা পৌরসভার হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী পদযাত্রা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, গত ১৭ বছর বাংলাদেশে সবচেয়ে বেশি জেল, জুলুম, গুম ও হত্যা সন্ত্রাসের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। দেশের মানুষ দেখেছে আওয়ামী লীগ কীভাবে বিএনপির সকল রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কীভাবে আওয়ামী লীগ বাড়িছাড়া করেছে, তার দুই ছেলেকে নির্যাতন করে দেশছাড়া করেছে। দেশের মানুষ এসব ভুলে যায়নি। বিএনপি আগামী দিনে এককভাবে বিশাল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় যাবে।

বিএনপি নেতা হাবিবুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য মো. নাসিম উদ্দিন নাসিম ও হাফিজুল ইসলাম হাফিজ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল ও বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।

দুলু আরও বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে নির্যাতিত, হত্যা গুমের শিকার হওয়া বঞ্চিত কোনো নেতাকর্মী ও তার পরিবারের সদস্যদের অবহেলা করা হবে না। কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

জনপ্রিয় সংবাদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার

বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: দুলু

আপডেট সময় ১০:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২/১টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে কী হলো, না হলো তাতে কোনো প্রভাব ফেলবে না। কয়েক হাজার ছাত্রের রায় আর ৬৮টি হাজার গ্রাম-বাংলার মানুষের রায় এক নয়। দেশের সাধারণ মানুষ বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে।

আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেই সকলে দেখতে পাবে দেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার গঠনের জন্য কীভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা পৌরসভার হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী পদযাত্রা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, গত ১৭ বছর বাংলাদেশে সবচেয়ে বেশি জেল, জুলুম, গুম ও হত্যা সন্ত্রাসের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। দেশের মানুষ দেখেছে আওয়ামী লীগ কীভাবে বিএনপির সকল রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কীভাবে আওয়ামী লীগ বাড়িছাড়া করেছে, তার দুই ছেলেকে নির্যাতন করে দেশছাড়া করেছে। দেশের মানুষ এসব ভুলে যায়নি। বিএনপি আগামী দিনে এককভাবে বিশাল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় যাবে।

বিএনপি নেতা হাবিবুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য মো. নাসিম উদ্দিন নাসিম ও হাফিজুল ইসলাম হাফিজ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল ও বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।

দুলু আরও বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে নির্যাতিত, হত্যা গুমের শিকার হওয়া বঞ্চিত কোনো নেতাকর্মী ও তার পরিবারের সদস্যদের অবহেলা করা হবে না। কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।