ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টসে জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 76

স্বপ্ন, সংগ্রাম ও শিরোপাহীন অপেক্ষা—এশিয়া কাপের বাংলাদেশকে বোঝাতে এর চেয়ে বেশি শব্দ বোধ-হয় দরকার নেই। এশিয়া কাপের তকমা না পেলেও, ভারত ও পাকিস্তানের সঙ্গে তিনটি ফাইনাল হারের স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে টাইগারদের। এবার আবারও ডাকছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ (১১ সেপ্টেম্বর) ফের মাঠে নামছে লাল-সবুজেরা।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে টাইগার দলপতির। টস জিতে হংকংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। মূলত, উইকেটের আচরণ নিয়ে স্পষ্ট ধারণা না থাকার কারণেই শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন লিটন। শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

লিটনের ভাষ্যমতে, ‘আমাদের জন্য প্রথম ম্যাচ। উইকেট কেমন আচরণ করবে, পরিষ্কার ধারণা নেই। যে কারণে শুরুতে বোলিং করতে চাই। টানা তিনটি সিরিজ জিতেছি, কিন্তু সেটা ভিন্ন কন্ডিশনে। তিন পেসার, দুই স্পিনার এবং ৬ ব্যাটার নিয়ে খেলছি আমরা।’

বাংলাদেশের পেস ইউনিট সামলাবেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। স্পিন বিভাগে রিশাদ হোসেনের সঙ্গে মেহেদী আছেন। এছাড়া পার্ট টাইম স্পিন অলরাউন্ডার হিসেবে শামীম পাটোয়ারি-ও রয়েছেন।

বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।

হংকংয়ের একাদশ: জিশান আলী (উইকেটরক্ষক), আনশি রথ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান ছাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তজা (ক্যাপ্টেন), আইজাজ খান, আয়ুশ শুক্লা, আতেক ইকবাল, এহসান খান

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ৫০

টসে জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

আপডেট সময় ০৮:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

স্বপ্ন, সংগ্রাম ও শিরোপাহীন অপেক্ষা—এশিয়া কাপের বাংলাদেশকে বোঝাতে এর চেয়ে বেশি শব্দ বোধ-হয় দরকার নেই। এশিয়া কাপের তকমা না পেলেও, ভারত ও পাকিস্তানের সঙ্গে তিনটি ফাইনাল হারের স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে টাইগারদের। এবার আবারও ডাকছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ (১১ সেপ্টেম্বর) ফের মাঠে নামছে লাল-সবুজেরা।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে টাইগার দলপতির। টস জিতে হংকংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। মূলত, উইকেটের আচরণ নিয়ে স্পষ্ট ধারণা না থাকার কারণেই শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন লিটন। শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

লিটনের ভাষ্যমতে, ‘আমাদের জন্য প্রথম ম্যাচ। উইকেট কেমন আচরণ করবে, পরিষ্কার ধারণা নেই। যে কারণে শুরুতে বোলিং করতে চাই। টানা তিনটি সিরিজ জিতেছি, কিন্তু সেটা ভিন্ন কন্ডিশনে। তিন পেসার, দুই স্পিনার এবং ৬ ব্যাটার নিয়ে খেলছি আমরা।’

বাংলাদেশের পেস ইউনিট সামলাবেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। স্পিন বিভাগে রিশাদ হোসেনের সঙ্গে মেহেদী আছেন। এছাড়া পার্ট টাইম স্পিন অলরাউন্ডার হিসেবে শামীম পাটোয়ারি-ও রয়েছেন।

বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।

হংকংয়ের একাদশ: জিশান আলী (উইকেটরক্ষক), আনশি রথ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান ছাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তজা (ক্যাপ্টেন), আইজাজ খান, আয়ুশ শুক্লা, আতেক ইকবাল, এহসান খান