ঢাকা ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সেলফি পরিবহনের ধাক্কায় সাভারে নারী পুলিশ সদস্য নিহত

সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় আফসানা আক্তার (২২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসানা আক্তার মিরপুর ১৪ এলাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১১) সদস্য। তবে তার বিস্তারিত পরিচয় ও স্বামীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, রাজধানীর উত্তরা থেকে ডিউটি শেষ করে স্বামীর সঙ্গে মোটরসাইকেল যোগে বোনের বাসা হেমায়েতপুরের উদ্দেশ্যে রওনা দেন পুলিশ সদস্য আফসানা আক্তার। তারা হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেলফি পরিবহনের একটি দ্রুত গতির বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ওই পুলিশ সদস্য ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘাতক বাসটি আটক করে পুলিশ। তবে ততক্ষণে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান।

সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার,রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি

সেলফি পরিবহনের ধাক্কায় সাভারে নারী পুলিশ সদস্য নিহত

আপডেট সময় ০৬:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় আফসানা আক্তার (২২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসানা আক্তার মিরপুর ১৪ এলাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১১) সদস্য। তবে তার বিস্তারিত পরিচয় ও স্বামীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, রাজধানীর উত্তরা থেকে ডিউটি শেষ করে স্বামীর সঙ্গে মোটরসাইকেল যোগে বোনের বাসা হেমায়েতপুরের উদ্দেশ্যে রওনা দেন পুলিশ সদস্য আফসানা আক্তার। তারা হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেলফি পরিবহনের একটি দ্রুত গতির বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ওই পুলিশ সদস্য ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘাতক বাসটি আটক করে পুলিশ। তবে ততক্ষণে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান।

সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।