ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি এম এম আল মিনহাজ।
ছাত্র রাজনীতির অঙ্গনে সক্রিয় থেকে দীর্ঘদিন তিনি শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে আসছেন। তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি থাকাকালীন সময়ে তিনি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করে প্রশংসা কুড়িয়েছেন।
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নির্বাচিত হওয়ায় এম এম আল মিনহাজ বলেন, “শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে আমি নিরলসভাবে কাজ করতে চাই। শিক্ষার্থীরা যাতে সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে পড়াশোনা করতে পারে সেটাই হবে আমার মূল লক্ষ্য।”
তার এই বিজয়ে সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে তিনি দায়িত্বশীল ভূমিকা রেখে ডাকসুর ভাবমূর্তি উজ্জ্বল করবেন।