সরাসরি কৃষকদের কাছ থেকে শাকসবজি কিনে তা ন্যায্যমূল্যে বিক্রি করেছে জামালপুর জেলা ছাত্রলীগ। প্রতিকেজি বেগুন ২০ টাকা, শিম ২০, চিচিঙ্গা ২০, প্রতিপিস লাউ ৩০, ফুলকপি ১০, মিষ্টি কুমড়া ২০, গাজর ১০০ টাকা দরে বিক্রি করে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর পর্যন্ত শহরের ফৌজদারি মোড়, সকালবাজার ও বটতলা মোড়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু বলেন, ছাত্রলীগ সবসময় মানুষের পাশে ছিল, থাকবে। সাধারণ মানুষ ন্যায্যমূল্যে শাকসবজি কিনতে পেরে খুশি। এতে খুশি হয়েছি আমরাও।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির রহমান সাদাফ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ হোসেন আজনবী রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আহাদ মাহফুজ রুদ্র, সাংগঠনিক সম্পাদক তামিম ইসলাম মৃদুল প্রমুখ।