নেপালে রাজনৈতিক অস্থিরতা এবং দেশজুড়ে চলমান বিক্ষোভের সুযোগে মাহোত্তারি জেলার জালেশ্বর কারাগারে ব্যাপক ভাঙচুর ও পালানোর ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর আইন-শৃঙ্খলার অবনতি ঘটলে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিক্ষোভকারী ও কয়েদিদের যৌথ হামলায় কারাগার ভেঙে ফেলা হয় এবং অন্তত ৫৭২ জন আসামি পালিয়ে যায়।
স্থানীয় পুলিশ সুপার হেরাম্ব শর্মা জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রায় ৫০০ বিক্ষোভকারী লাঠিসোটা নিয়ে কারাগারের বাইরে জড়ো হয়। একই সময় ভেতরের কয়েদিরা রান্নার কাজে ব্যবহৃত কাঠ দিয়ে দেয়াল ভাঙতে শুরু করে।
বিক্ষোভকারী ও কয়েদিদের এই দ্বিমুখী হামলায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। পুলিশ কর্মকর্তার মতে, আক্রমণকারীদের সংখ্যা পুলিশের চেয়ে অনেক বেশি হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি।
কারাগার ভাঙার এই ঘটনায় সাধারণ নেপালিরা নিন্দা জানিয়েছে। তারা মনে করেন, চলমান বিক্ষোভের আড়ালে কিছু অপরাধী আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে এই ধরনের ধ্বংসাত্মক কাজ করছে। তাদের মতে, জেন-জি বিক্ষোভকারীরা এমন কাজ করেনি। এই ঘটনার পর শহরটিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে।