নেপালে চলমান তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর এবার প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া সহিংস বিক্ষোভের জেরে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন বলে এনডিটিভিসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। তবে তার পদত্যাগের বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
এদিকে, ইন্ডিয়া টুডে জানিয়েছে যে প্রধানমন্ত্রী পদত্যাগের আগে সেনাপ্রধান জেনারেল সিগডেলের সঙ্গে কথা বলেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে অনুরোধ জানালে জেনারেল বলেন যে, ওলি ক্ষমতা ছাড়লেই কেবল সেনাবাহিনী দেশকে স্থিতিশীল করতে পারবে। এর পরপরই ওলি পদত্যাগ করেন এবং সেনাবাহিনী হস্তক্ষেপ করতে প্রস্তুত বলে সূত্র জানিয়েছে।