ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষার্থীরা যাকে ম্যান্ডেট দেবে, তা মেনে নিতে হবে: সাদিক কায়েম Logo ডাকসু নির্বাচন ঘিরে টিএসসিতে বাড়ছে উত্তেজনা Logo কাতারে ইসরায়েলের ভয়াবহ হামলা Logo ছাত্রদলকে ছাত্রলীগ না হ‌ওয়ার অনুরোধ ফরহাদের Logo এবার কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলা Logo ‘জিততে না পারলে ডাকসু বানচাল করলে আপনার রাজনীতির কবর রচিত হবে’ Logo নেপালে প্রধানমন্ত্রীর পর এবার প্রেসিডেন্ট চন্দ্র পাউডেলের পদত্যাগ Logo টেবিল চাপড়ে উপাচার্য কে ধমকালেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ Logo ‘ভোটের ফলাফল ম্যানিপুলেশনের চেষ্টা করলে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে’ Logo ‘শিক্ষার্থীদের সম্মান দেখিয়ে সবকিছু সহ্য করছি, তবে অন্যায় হলে অবশ্যই ব্যবস্থা নেব’

চলছে ভোট গণনা ,ভিড় বেড়েছে শাহবাগে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

দীর্ঘ ৬ বছরের বেশি সময় পর উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকালের শুরুতে সাধারণ মানুষের এসব এলাকায় উপস্থিতি কম থাকলেও এরই মধ্যে ভিড় বেড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ মোড়ে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে এখন পর্যন্ত শাহবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে সকাল থেকেই নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পরিচয় নিশ্চিত ও বিশ্ববিদ্যালয়ের কার্ড ব্যতীত প্রবেশে করতে দেওয়া হয়নি ক্যাম্পাস প্রাঙ্গণে। রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিও।

শাহবাগ ঘুরে দেখা যায়, এদিন সকাল থেকেই শাহবাগে সাধারণ মানুষের উপস্থিতি খুব একটা না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সাধারণ মানুষের উপস্থিতি। ভোটগ্রহণের শেষ সময় বিকেল ৪টা নাগাদ শাহবাগ এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
এদিকে উৎসুক সাধারণ জনতার সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচনের ফলপ্রকাশের পর পছন্দের প্রার্থীর বিজয় মিছিলে অংশ নিতে জড়ো হয়েছেন তারা। এক্ষেত্রে একাধিক দলীয় প্রার্থীর পক্ষের উৎসুক জনতা শাহবাগে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

এর আগে নির্বাচন ঘিরে ভুয়া আইডি কার্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টাকালে দুজনকে আটক করে পুলিশ। তবে সকাল থেকেই নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেও জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

মাসুদ আলম বলেছেন, আজ সকাল থেকে যে ডাকসু নির্বাচন হয়েছে তা খুবই শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আছি আমরা সকাল থেকেই চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে ডাকসু নির্বাচন পরিচালনার যে কমিশন আছে সেই কমিশনকে আমরা সহযোগিতা করছি। তারা যেভাবে চাচ্ছে আমরা সেভাবেই তাদের সহায়তা করছি

তিনি বলেছেন, এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি সবকিছুই ভালো আছে। এই পরিস্থিতি আমরা ভোট গণনার শেষ পর্যন্ত বজায় রাখতে পারলে এটা আমাদের বড় ধরনের সাকসেস।

ভুয়া আইডি কার্ডে আটকদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সন্দেহজন দুজনকে যারা ভুয়া আইডি কার্ড শো করে ঢোকার চেষ্টা করেছিল তাদের ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে এই ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

এদিকে ভোটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রতিটি কেন্দ্রে তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি ভোটগণনার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে সোমবার রাত থেকেই অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

এসব জায়গায় পুলিশের পাশাপাশি বিএনসিসিসহ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীরা যাকে ম্যান্ডেট দেবে, তা মেনে নিতে হবে: সাদিক কায়েম

চলছে ভোট গণনা ,ভিড় বেড়েছে শাহবাগে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় ০৫:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ ৬ বছরের বেশি সময় পর উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকালের শুরুতে সাধারণ মানুষের এসব এলাকায় উপস্থিতি কম থাকলেও এরই মধ্যে ভিড় বেড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ মোড়ে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে এখন পর্যন্ত শাহবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে সকাল থেকেই নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পরিচয় নিশ্চিত ও বিশ্ববিদ্যালয়ের কার্ড ব্যতীত প্রবেশে করতে দেওয়া হয়নি ক্যাম্পাস প্রাঙ্গণে। রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিও।

শাহবাগ ঘুরে দেখা যায়, এদিন সকাল থেকেই শাহবাগে সাধারণ মানুষের উপস্থিতি খুব একটা না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সাধারণ মানুষের উপস্থিতি। ভোটগ্রহণের শেষ সময় বিকেল ৪টা নাগাদ শাহবাগ এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
এদিকে উৎসুক সাধারণ জনতার সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচনের ফলপ্রকাশের পর পছন্দের প্রার্থীর বিজয় মিছিলে অংশ নিতে জড়ো হয়েছেন তারা। এক্ষেত্রে একাধিক দলীয় প্রার্থীর পক্ষের উৎসুক জনতা শাহবাগে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

এর আগে নির্বাচন ঘিরে ভুয়া আইডি কার্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টাকালে দুজনকে আটক করে পুলিশ। তবে সকাল থেকেই নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেও জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

মাসুদ আলম বলেছেন, আজ সকাল থেকে যে ডাকসু নির্বাচন হয়েছে তা খুবই শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আছি আমরা সকাল থেকেই চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে ডাকসু নির্বাচন পরিচালনার যে কমিশন আছে সেই কমিশনকে আমরা সহযোগিতা করছি। তারা যেভাবে চাচ্ছে আমরা সেভাবেই তাদের সহায়তা করছি

তিনি বলেছেন, এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি সবকিছুই ভালো আছে। এই পরিস্থিতি আমরা ভোট গণনার শেষ পর্যন্ত বজায় রাখতে পারলে এটা আমাদের বড় ধরনের সাকসেস।

ভুয়া আইডি কার্ডে আটকদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সন্দেহজন দুজনকে যারা ভুয়া আইডি কার্ড শো করে ঢোকার চেষ্টা করেছিল তাদের ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে এই ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

এদিকে ভোটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রতিটি কেন্দ্রে তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি ভোটগণনার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে সোমবার রাত থেকেই অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

এসব জায়গায় পুলিশের পাশাপাশি বিএনসিসিসহ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।