ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে দুপুর ১টার মধ্যেই অধিকাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে। বেশিরভাগ কেন্দ্রের প্রাপ্ত তথ্যে এমনটা দেখা গেছে। তাছাড়া সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের বক্তব্য থেকেও এমনটা জানা গেছে।
দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, শারীরিক শিক্ষা কেন্দ্রের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ১৯৬৩টি ভোটের মধ্যে ১২৫৬ জন ভোট দিয়েছেন। অপরদিকে, দুপুর পৌনে ১টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে, শারীরিক শিক্ষা কেন্দ্রের সলিমুল্লাহ মুসলিম হলের ৬৬৫টি ভোটের মধ্যে ৩৫৫ জন ভোট দিয়েছেন। একই কেন্দ্রে জগন্নাথ হলের ভোট ২২২৫ ভোটের মধ্যে ১৩০০ এর মতো কাস্ট হয়েছে বলে জানা গেছে।
ভূতত্ত্ব কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ৬৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। কেন্দ্রটির রিটার্নিং কর্মকর্তা কাজী মারুফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে, সিনেট ভবন কেন্দ্রে মঙ্গলবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫ শতাংশ। রির্টানিং কর্মকর্তা গোলাম রাব্বানী এ তথ্য জানান।
এছাড়া বেলা ১টা পর্যন্ত উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রপ্রধান অধ্যাপক শামীম রেজা। মঙ্গলবার দুপুর ১টায় তিনি গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান।
এর আগে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ৮টি ভোটকেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।