ডাকসু নির্বাচনে ছাত্রদলের তিন প্রার্থীর পক্ষে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে ফেসবুকে এই পোস্টটি করেন তিনি।
শুভ কামনা রইল ২১, ১৭, ০৮ লেখা একটি ফটোকার্ড পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেন— ‘মেধাবীদের জন্য শুভ কামনা রইল।’ তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ২১ নম্বর ব্যালটে ভিপি প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম আবিদ, ১৭ নম্বর ব্যালটে জিএস প্রার্থী হয়েছেন তানভির বারী হামিম এবং একই প্যানেলে ৮ নম্বর ব্যালটে এজিএস প্রার্থী তানভির আল হাদী মায়েদ।
দায়িত্বশীল জায়গা থেকে একজন পুলিশ কর্মকর্তার এমন পক্ষপাতমূলক ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়ে ইতোমধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
মুখলেসুর রহমান নামের এক ব্যক্তি ওসির পোস্টে প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেছেন—‘আপনি জনগণের সেবক, নির্দিষ্ট কোনো দলের চাকর নন, সেটা মাথায় রেখেই ভবিষ্যতে কাজ করবেন। দেশ ও জনগণের জন্য কাজ করুন। রাজনীতি করতে চাইলে চাকরি ছেড়ে রাজনীতিতে আসুন। আর না হলে জনগণের টাকায় আহার জোটে—জনগণের জান-মালের নিরাপত্তা নিয়ে ভাবুন। আপনাদের রাজনীতি করতে হবে না।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সদস্য আসাদুজ্জামান খোকন ওসির ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন—‘ডাকসুতেই এই অবস্থা! জাতীয় নির্বাচনে কি হবে?’
প্রতিবাদ জানিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ লিখেছেন—‘ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষে প্রচারণা করছে। পুলিশের ওসি পদে থেকে কিভাবে একটি দলের পক্ষে ক্যাম্পেইন করতে পারে?’